ফিরল আবার সেই চেনা রোগ। টুর্নামেন্ট যত শেষের দিকে এগিয়ে আসছে ততই সমস্যা বাড়ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB)। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে জিতলেই আইপিএলের (IPL 2025) শীর্ষে উঠে যেত আরসিবি। তাহলে প্লেঅফে অনেকটা নিশ্চিন্ত থাকতে পারতেন কোহলি-পাতিদাররা। কিন্তু তা আর হল কই? অভিষেকের ছক্কায় গাড়ির কাঁচ ভাঙলো, আর ঈশানের (Ishan Kishan) ঝড়ে টালমাটাল অবস্থা হল আরসিবির। কিং কোহলি (Virat Kohli) ব্যাট চালালেন, কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না রজত পাতিদার (Rajat Patidar)। ৪২ রানে জিতে গেল সানরাইজার্স হায়দরাবাদ। লিগ তিন নম্বরে নেমে এল কোহলিদের টিম। হতাশ সমর্থকরা।

জেতা ম্যাচ মাঠে ফেলে এলো আরসিবি, তেমনটা অবশ্য বলা যাবে না। কিন্তু বিরাট কোহলি এবং ফিল সল্ট যেভাবে শুরু করেছিলেন তাতে ২৩২ রানের লক্ষ্যমাত্রা খুব একটা বড় বলে মনে হচ্ছিল না। টস হেরে লখনৌয়ের একানা স্টেডিয়ামে (Ekana Stadium) ব্যাট করতে নেমে প্রথম থেকেই দাপট দেখাতে শুরু করল কামিংসের দল। অভিষেকের ১৭ বলে ৩৪-এই বোঝা গিয়েছিল, বড় রানের পথে এগোবে হায়দরাবাদ। এই কাজটা সহজ করে দিলেন ঈশান কিষান। ৯৪ রানের নিজে অপরাজিত থেকে দলকে ২৩১ রান তুলে দিলেন। প্রতিপক্ষ লম্বা ব্যাটিং লাইন আপের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাই বেশ একটা হাড্ডাহাড্ডি ম্যাচের আশা ছিল দু পক্ষের সমর্থকদের। কিন্তু টেস্ট থেকে অবসর ঘোষণার পর ব্যাট হাতে বিরাট যেভাবে মাঠ কাঁপালেন, তাতে প্রথম পাওয়ার প্লে-তে খেলাটা একেবারেই একপেশে হয়ে গেছিল। সবই ঠিকঠাক চলছিল। কিন্তু আচমকাই হর্ষ দুবের বলে একটা বাজে শটে উইকেট ছুড়ে দিয়ে এলেন বিরাট। দর্শনে বসে থাকা অনুষ্কার (Anushka Sharma) মুখ তখন ব্যাজার। বসেছিলেন না চেজ মাস্টার নিজেও। সল্ট কখন দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। কিন্তু ইংরেজ ব্যাটারও দীর্ঘস্থায়ী হতে পারলেন না পিচে। ইমপ্যাক্ট হিসেবে নামা রজত পাতিদার (১৮) ইমপ্যাক্ট রাখতে পারলেন। এদিনের অধিনায়ক জিতেশ শর্মাও ফিরলেন মাত্র ২৪ রান। তারপরই শুধু যাওয়া-আসা। আরসিবির লোয়ার অর্ডার এদিন পুরোপুরি ব্যর্থ। শেষ পর্যন্ত ৪২ রানে হারল বেঙ্গালুরু। আশঙ্কার কালো মেঘ সমর্থকদের মনে। টুর্নামেন্টের শুরু থেকে ভালো পারফরম্যান্স করে এই শেষের দিকে ক্রমাগত ব্যর্থতার মুখোমুখি হওয়ার পুরনো রোগ কি ফিরে এলো কোহলিদের দলে? আপাতত লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বাকি রয়েছে আর একটা ম্যাচ। টিমকে নিয়ে নিশ্চিন্ত থাকতে পারলেন না দীনেশ কার্তিক।

–

–

–

–

–

–
–

–

–
–
–
–
–
–
–