বিশ্ব জুড়ে গত কয়েকদিন ধরে ডেটা সমস্যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)। এবার সেই সমস্যায় ভারতে বসে গেল এক্স হ্যান্ডেলগুলি। দীর্ঘক্ষণ পোস্ট করতে সমস্যার সম্মুখিন ইউজাররা। এমনকি এক সময় এক্স হ্যান্ডেলে পোস্ট (post) দেখতেও পাওয়া যায় না। শুক্রবারই এলন মাস্কের (Elon Musk) সংস্থা স্বীকার করেছিল এক্স হ্যান্ডেল বাগ সমস্যায় আক্রান্ত।

শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ইউজাররা এক্স হ্য়ান্ডেল (X handle) ব্যবহারে সমস্যার সম্মুখিন হন। অনেকে অ্যাপ ব্যবহার করতে, অনেকে ওয়েবসাইটের সমস্যার কথা উল্লেখ করেন। তবে শুক্রবার সমস্য়া খুব বেশি দেশে হয়নি। শনিবার ভারত জুড়ে এক্স অ্যাকাউন্ট (X handle) ব্যবহারে সমস্যার সম্মুখিন হন ইউজাররা। ২১০০ অভিযোগ জমা পড়ে গোটা দেশ থেকে। তবে সমস্যা শুক্রবারের মতোই হয়।

এক্স কর্তৃপক্ষ জানায় তাদের ডেটা সেন্টার আউটেজের জন্য ব্যবহারকারীরা সমস্য়ার সম্মুখিন হন। যদিও কতক্ষণে বা কতদিনে এই সমস্যার সম্পূর্ণ সমাধান হবে তা জানানো সম্ভব হয়নি এলন মাস্কের (Elon Musk) সংস্থার পক্ষ থেকে। শনিবার যদিও প্রায় ঘণ্টাখানেক পরে স্বাভাবিক হয় পরিষেবা।

–

–

–

–

–
–

–

–
–
–
–