Thursday, August 21, 2025

রোহিত- বিরাটকে ছাড়া ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীর ক্রিকেট দল (Indian Test Cricket Team)। টেস্ট টিম ঘোষণা হতেই দেখা গেল সম্পূর্ণ স্কোয়াডে ব্রাত্য মহম্মদ শামি (Mohammed Shami)। ইংল্যান্ডের দ্রুত গতির পিচে প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপরা জায়গা পেলেও নাম নেই বাংলার পেসারের। রো-কো (Rohit Sharma and Virat Kohli) জুটি তো আগেই সরেছে, তারও আগে রবিচন্দ্রন অশ্বিন। একে একে সিনিয়রদের সরে যেতে হয়েছে বা হচ্ছে। এবার কি তবে সেই তালিকায় নাম জুড়তে চলেছে শামির। নির্বাচকদের ভাবনা চিন্তা দেখে সেরকমই জল্পনা বাড়ছে ক্রিকেট মহলে।

ইংল্যান্ড সফরে দল থেকে শামির বাদ পড়ার পর একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, দীর্ঘ চোটের রেকর্ড, ফর্মহীন ধারাবাহিক ব্যর্থতা আর বয়সের কারণেই কি তাকে নিয়ে ভাবতে রাজি নন বোর্ডের সদস্যরা? ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপে চোট পেয়েছিলেন শামি। গোড়ালির চোট বাংলার পেসারকে মাঠের বাইরে ছিটকে দেয় অনেকদিনের জন্য। অস্ত্রোপচার, বারবার রিহ্যাব করার পর আবার ক্রিকেটে ফিরেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব একটা খারাপ পারফরম্যান্স করেননি। কিন্তু আইপিএলে তার ফর্মে খুশি নন নির্বাচকরা। শুধু তাই নয়, দিনে ১০ ওভার বল করার মতো জায়গায় আছেন কিনা বাংলার পেসার, তাও জানা নেই। শামি (Mohammed Shami) আশা করেছিলেন, ইংল্যান্ডের মাটিতে বুমরার সঙ্গে অন্য প্রান্ত থেকে লাল বলের দৌড় শুরু করবেন তিনি। কিন্তু টিম ঘোষণা হওয়ার পর হতাশ হতে হয়েছে। নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর (Ajit Agarkar) জানিয়েছেন টানা ৫ টেস্ট খেলার মতো অবস্থায় শামি নেই। এই কারণে দলে রাখা হয়নি তাঁকে। এরপরই কানাঘুষো শুরু, সত্যিই কি তবে এবার অবসরের চিন্তাভাবনা করছেন বাংলার পেসার? উত্তর মেলেন।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version