Wednesday, November 5, 2025

বাইকে করে এসে গুলি! খুন অকালি দলের কাউন্সিলর হরজিৎ সিং

Date:

রবিবার সন্ধ্যায় পাঞ্জাবের অমৃতসরে আততায়ীদের গুলিতে খুন হলেন শিরোমণি অকালি দলের কাউন্সিলর হরজিৎ সিং বহমান। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা মোটরবাইকে করে এসে খুব কাছ থেকে তাঁকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে বেশ কয়েক রাউন্ড গুলি চলার খবর মিলেছে।

এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফুটেজে দেখা যাচ্ছে, একটি গলির মধ্যে দিয়ে মুখ ঢাকা দুই বন্দুকধারী আততায়ী এগিয়ে এসে হরজিৎ সিংয়ের উপর গুলি চালিয়ে নিশ্চিন্তে এলাকা ত্যাগ করছে।

শিরোমণি অকালি দল সূত্রে জানা গিয়েছে, এর আগেও হরজিৎ সিং বহমানের বাড়িতে গুলি চালানো হয়েছিল এবং তাঁকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল। তিনি পাঞ্জাব পুলিশের দ্বারস্থ হয়ে নিরাপত্তা চেয়েছিলেন। কিন্তু বিরোধী দলের নেতা হওয়ায় তাঁর আবেদন আমলে নেয়নি পুলিশ—এমনটাই অভিযোগ অকালি নেতাদের।

এই ঘটনাকে ঘিরে পাঞ্জাব সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “এই ঘটনা রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের সম্পূর্ণ ব্যর্থতাকে প্রকাশ করে। হরজিৎ সিং একজন জনপ্রতিনিধি ছিলেন, তাঁর সুরক্ষা নিশ্চিত করতে না পারা অত্যন্ত দুঃখজনক। যাঁরা দায়িত্বে থেকেও কোনও ব্যবস্থা নেননি, তাঁদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া উচিত।”

অকালি দলের পক্ষ থেকেও ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। ঘটনাটি নিয়ে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন – কোরিয়ায় আজও রবীন্দ্র-পাঠ্য ‘প্রাচ্যের বাতি’: সাংস্কৃতিক মেলবন্ধন স্মরণ করালেন অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version