Friday, August 22, 2025

কোরিয়ায় আজও রবীন্দ্র-পাঠ্য ‘প্রাচ্যের বাতি’: সাংস্কৃতিক মেলবন্ধন স্মরণ করালেন অভিষেক

Date:

সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ লড়াই এবং পাকিস্তানের সন্ত্রাসবাদে মদতের পর্দা ফাঁস করতে জাপানের পর দক্ষিণ কোরিয়ায় সন্ত্রাসবাদ বিরোধী বার্তা নিয়ে পৌঁছাল ভারতের সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল। প্রথম দিনের কর্মসূচিতে সিওলে ভারতের রাষ্ট্রদূত অমিত কুমারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য সদস্যরা। বৈঠকে ভারতের রাষ্ট্রদূত অমিত কুমার কোরিয়ায় ভারতীয় প্রতিনিধি দলের সফরসূচি ও কর্মপদ্ধতি নিয়ে রূপরেখা তৈরি করে দেন।পাশাপাশি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অটল অবস্থানও তিনি তুলে ধরেন।

সিওল সফরে সংসদীয় প্রতিনিধিদল কোরিয়ার একাধিক প্রাক্তন উপমন্ত্রী, রাষ্ট্রদূত এবং নামী নীতি নির্ধারক বিশেষজ্ঞ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেয়। আলোচনায় উঠে আসে আঞ্চলিক শান্তি, আঞ্চলিক স্থিতাবস্থা ও সন্ত্রাসবাদের হুমকিকে রুখে দেওয়ার বহুমতকে শক্তিশালী করা।

অভিষেক জানান, আমার বক্তব্যে আমি তুলে ধরি কোরিয়ার সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর সংস্কৃতিক মেলবন্ধনের কথা, যা তাঁর চিরন্তন ‘প্রাচ্যের বাতি’ কবিতার মধ্যে ফুটে উঠেছে, যা কোরিয়াবাসী নিজেদের হৃদয়ে আজও বিশেষভাবে ধারণ করেন। এটা অত্যন্ত গর্বের বিষয় যে আজও তাঁর শব্দগুলি কোরিয়ায় স্কুলের পাঠক্রমের অন্তর্ভুক্ত এবং তা আজও বইয়ে মুদ্রিত আকারে দেখা যায় – যা আমাদের মধ্যে আধ্যাত্মিক এবং সভ্যতাগত সংযোগের সাক্ষ্য বহন করে।

তিনি আরও বলেন, ভারত ও দক্ষিণ কোরিয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। শান্তি, সহনশীলতা ও ন্যায়বিচারের মূল্যবোধে দুই দেশ একযোগে এগিয়ে যেতে চায়। এই কূটনৈতিক সফর ভারত-কোরিয়া সম্পর্কের এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন – বর্ষার আগেই প্রস্তুতি! উত্তরবঙ্গের নদী বাঁধে নজরদারি জোরদার করতে উদ্যোগী রাজ্য 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version