Saturday, November 8, 2025

শেষ ম্যাচে গুজরাটের বিরুদ্ধে বড় জয় ধোনির সুপার কিংসদের

Date:

শেষ ম্যাচটা নিজেদের স্টাইলেই শেষ করল চেন্নাই সুপার কিংস(CSK)। এবারের আইপিএলে(IPL) বিশ্রী পারফরম্যান্স। সবার প্রথম দল হিসাবে আইপিএলের(IPL) প্লেঅফের দৌঁড় থেকে ছিটকে গিয়েছিল চেন্নাই সুপার কিংস(CSK)। রবিবার শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নেমেছিল ধোনি বাহিনী। সেখানেই বিধ্বংসী পারফরম্যান্স। গুজরাট টাইটান্সের(GT) বিরুদ্ধে রানের পাহাড় গড়ে তুলে ৮৩ রানে জয় তুলে নিল চেন্নাই সুপার কিংস।

এই ম্যাচই কী এমএস ধোনির(MS Dhoni) শেষ ম্যাচ। সিএসকের শেষ ম্যাচ আইপিএলে(IPL) খেলা হয়ে গেলেও, এদিনও কিন্তু ধোনির অবসর নিয়ে জল্পনা মিটল না। একের পর এক হারের পর শেষ ম্যাচটা জেতার আবদারই ছিল সিএসকে সমর্থকদের। শেষপর্যন্ত সেটাই হল। শেষবারের মতো ফের একবার চিপকে দেখা গেল হলুদ আর্মির উচ্ছ্বাস।

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এমএস ধোনি। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন আয়ূশ মার্তে এবং ডেভন কনওয়ে। ১৭ বলে ৩৪ রানের ঝোরো ইনিংস আয়ূশ মার্তের। ডেভন কনওয়ে ৫২ রানের ইনিংস খেলেই সাজঘরে ফেরেন। এদিন ফের একবার জ্বলে উঠেছিলেন ডেওয়াল্ড ব্রেভিস। ২৩ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস। তাদের এই পারফরম্যান্সে ভর করেই চেন্নাই সুপার কিংস করে ২৩০ রান।

জবাবে ব্যাটিং করতে নেমে নূর আহমেদ এবং অনসূল কম্বোজের দাপটের সামনে সেভাবে মাথা তুলে দাঁড়াতেই পারেনি গুজরাট টাইটান্স। দুজনেই তুলে নিয়েছেন তিনটি করে উইকেট। ওপেনিংয়ে সাই সূদর্শন ২৮ বলে ৪১ রানের ইনিংস খেললেও, শুভমন গিল থেকে জস বাটলার, রাদারফোর্ডরা একেবারেই নিজেদের সেরা ছন্দে এদিন ছিলেন না। একের পর এক উইকেট খুয়ে চাপটা ক্রমশই বাড়তে থাকে গুজরাটের ওপর।

সেখান থেকেই আর ঘুরে দাঁড়াতে পারিনি তারা। ১৪৭ রানেই শেষ হয়ে যায় গুজরাট টাইটান্স। প্লেঅফে নামের আগে লিগের শেষ ম্যাচ হারাটা খানিকটা হলেও কিন্তু চাপে ফেলে দিল গুজরাট টাইটান্স শিবিরকে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version