Sunday, May 25, 2025

বাংলাদেশ ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েই ঘুরে দাঁড়তে চান সুনীল

Date:

ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভারতীয় ফুটবল দল(Indian Football Team)। একটানা তিনবার এএফসি এশিয়ান কাপে(AFC Asian Cup) যোগ্যত্যা অর্জনের হাতছানি ভারতের সামনে। সেই লক্ষ্যে আগামী ১০ জুন নামতে ভারতীয় ফুটবল দল। তার আগে অত্যন্ত সতর্ত ভারতীয় দলের তারকা ফুটবলার সুনীল ছেত্রী(Sunil Chetri)। বাংলাদেশ ম্যাচের আগেই ভারতীয় দলে অবসর ভেঙে ফিরেছিলেন সুনীল। সেই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েই ঘুরে দাঁড়াতে চান তিনি।

বাংলাদেশ ম্যাচে যে ভারতীয় দল নানান ভুল ত্রুটি করেছিল তা বলার অপেক্ষা রাখে না। সেই কথা নিজেও মেনে নিচ্ছেন সুনীল ছেত্রী(Sunil Chetri)। তাদের দোষেই যে ম্যাচের পয়েন্ট হাতছাড়া হয়েছিল তাও সুনীলের কথাতে স্পষ্ট। এবার সামনে রয়েছে হংকং। সেই একই ভুল যাতে না হয় সেদিকেই এখন সবচেয়ে বেশি নজর ভারতীয় দলের সেরা তারকার।

সুনীল ছেত্রী জানিয়েছেন, “বাংলাদেশের বিরুদ্ধে পয়েন্ট নষ্টের পর একটাই ভাবনা এসেছিল। আমরা নিজেদের পাশাপাশি দেশের প্রত্যাশাও পূরণ করতে পারিনি। সেই ম্যাচের ভিডিও পরে দেখে বুঝতে পারি যে আমরা আরও ভাল খেলতেই পারতাম। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে খেলে নিজেদের টেবিলে অনেকটা ওপরের দিকে উঠে যাওয়ার সুযোগা হাতছাড়া করেছিলাম। আমাদের অনেককিছুই ভাল করার উচিৎ ছিল। কিন্তু সেটা করতে পারিনি। সেই ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছিলাম। সেই ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, বারবার ভিডিও দেখেছি। সেই ভুল শোধরানোর দিকেই এখন প্রধান লক্ষ্য আমাদের”।

আগামী ৪ জুন একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত। এরপরই হংকংয়ের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বের ম্যাচে নামবে ভারতীয় দল। সেখানেই যাতে কোনওরকম ভুল না হয় সেদিকেই এখন নজর গোটা শিবিরের।

Related articles

কোরিয়ায় আজও রবীন্দ্র-পাঠ্য ‘প্রাচ্যের বাতি’: সাংস্কৃতিক মেলবন্ধন স্মরণ করালেন অভিষেক

সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ লড়াই এবং পাকিস্তানের সন্ত্রাসবাদে মদতের পর্দা ফাঁস করতে জাপানের পর দক্ষিণ কোরিয়ায় সন্ত্রাসবাদ বিরোধী...

বর্ষার আগেই প্রস্তুতি! উত্তরবঙ্গের নদী বাঁধে নজরদারি জোরদার করতে উদ্যোগী রাজ্য 

বর্ষা আসার আগেই উত্তরবঙ্গের নদী বাঁধগুলিতে নজরদারি জোরদার করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের...

কালীঘাট থেকে গ্রেফতার বাংলাদেশি, রাজ্য পুলিশের কৃতিত্ব: দাবি তৃণমূলের

পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে গ্রেফতার হওয়া গাড়ি চালকের সূত্র ধরে এবার বাংলাদেশ থেকে অনুপ্রবেশের নতুন চক্রের সন্ধানে রাজ্যের...

ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিংয়েই বিশেষ ফোকাস কেএল রাহুলের

একের পর এক টেস্টে সিরিজ হার। প্রতি ম্যাচেই ব্যাটিং বিপর্যয়। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে সেদিকেই এখন সবচেয়ে বেশি...
Exit mobile version