Sunday, December 28, 2025

PSLV ব্যবহার স্থগিত, স্যাটেলাইট লঞ্চে এবার ইসরোর ভরসা জিএসএলভি এফ-১৬ 

Date:

Share post:

আট বছর ধরে ভারতীয় মহাকাশ অভিযানের (India’s Space Mission) অপরিহার্য PSLV রকেটের ব্যবহার আপাতত স্থগিত ঘোষণা করল ইসরো (ISRO)। ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশের সাত মিনিটও টিকতে না পারায়, এত বছরের ‘নির্ভরযোগ্য’ পিএসএলভি রকেটের উপর আর আস্থা রাখতে পারছেন না মহাকাশ বিজ্ঞানীরা। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ১৮ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত জিওসিংক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (GSLV) এফ-১৬ রকেট ব্যবহার করা হবে।

২০১৭ সাল থেকে পিএসএলভি রকেটের মাধ্যমে বিভিন্ন অভিযানের উৎক্ষেপণ করে আসছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।এই রকেট ব্যবহার করে এখনও পর্যন্ত ৬৩টি অভিযান করা হয়েছে। সফলতার হার প্রায় ৯৪ শতাংশ। এহেন রকেটের ত্রুটি নিয়ে চিন্তায় বিজ্ঞানীরা। পিএসএলভি-সি৬১ রকেটের মাধ্যমে মহাকাশে ইওএস-০৯ স্যাটেলাইট পাঠাতে চেয়েছিল ISRO। গত ১৮ মে ( রবিবার) শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে উৎক্ষেপণের মাত্র কয়েক মিনিটের মধ্যেই রকেটে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। ব্যর্থতার কারণ খুঁজতে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠিত হয়েছে। সেখানে রয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউ অফ টেকনোলজি (IIT), ইন্ডিয়ান ইনস্টিটিউ অফ সায়েন্স(IISC)-এর মতো প্রতিষ্ঠানের দক্ষ আধিকারিকরা।

ISRO সূত্রে জানা গেছে নাসা এবং ভারতের যৌথ উদ্যোগে তৈরি বিশ্বের সবচেয়ে দামি ‘আর্থ ইমেজিং স্যাটেলাইট উৎক্ষেপনের আগামী জুন মাসে জিওসিংক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল ব্যবহার করা হবে। যদিও এই অভিযান কবে হবে সেই দিন এখনও স্পষ্ট নয়।

 

spot_img

Related articles

শুনানির নামে বয়স্ক বৈধ ভোটারদের হেনস্থা

বিজেপির নির্দেশে বাংলার ওপর জোর করে এসআইআর চাপিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার...

বাদ পড়তে পারেন তারকা ক্রিকেটার, একদিনের দল নিয়েও কঠোর সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই

টি২০ বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গিয়েছে। এবার একদিনের দল(ODI Team) নিয়েও বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই।...

অন্ধকার আফ্রিকায় একটি ‘সৎ মানুষের দেশ’: স্বপ্ন সফল করেছিলেন থমাস সাঙ্কারা

আফ্রিকার অন্ধকার জগতে কোথাও খাদ্য সংকট। কোথাও জীবনযাপনই একটা বড় প্রশ্ন। তার মধ্যেও সভ্যতার ছোঁয়া পাওয়া যে কয়টি...

ভক্তির জোয়ারে দিঘা! আট মাসে এক কোটির মাইলফলক 

বাঙালি ভক্তির আবেগ ও আন্তর্জাতিক বৈষ্ণব সংস্কৃতির মেলবন্ধনে দিঘার জগন্নাথ ধাম ধীরে ধীরে ভারতের অন্যতম আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র...