Wednesday, August 20, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিংয়েই বিশেষ ফোকাস কেএল রাহুলের

Date:

একের পর এক টেস্টে সিরিজ হার। প্রতি ম্যাচেই ব্যাটিং বিপর্যয়। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে সেদিকেই এখন সবচেয়ে বেশি নজর কেএল রাহুলের(KL Rahul)। গত কয়েকটা সিরিজে ভারতের ব্যাটিং যে একেবারেই ভাল ছিল না তা কার্যত কেএল রাহুলের কথাতেই স্পষ্ট। তিনিও মেনে নিয়েছেন শেষ সিরিজ গুলোতে তারা একেবারেই ভাল ব্যাটিং করতে পারেননি। ইংল্যান্ডের(England Series) বিরুদ্ধে নামার আগে সেদিকেই যে নজর তা বলার অপেক্ষা রাখে না।

ইংল্যান্ডের বিরুদ্ধে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই(BCCI)। দলে তারুণ্যের আধিক্যই বেশি। আগামী ২০ জুন থেকে শুরু হবে সেই সিরিজ। সেখানে যে দলের ব্যাটিং বিপর্যয় আটকানোই প্রধান লক্ষ্য তা বলার অপেক্ষা রাখে না। গত সিরিজের ব্যাটিং ভুল থেকে শিক্ষা নিয়েই এবার নতুনভাবে শুরু করতে চায় কেএল রাহুল সহ গোটা ভারতীয় দল।

নাসির হুসেনের আমন্ত্রনে একটি শোয়ে এসে কেএল রাহুল(KL Rahul) জানিয়েছেন, “গত কয়েকটি সিরিজে আমাদের খারাপ পারফরম্যান্সের প্রধান কারণ হিসাবে আমি মনে করি খারাপ ব্যাটিং। নিউ জিল্যান্ডে এত সুন্দরভাবে আমাদের বাউন্ডারির রাস্তাগুলো আটকে দিয়েছিল, তাতেই ক্রমশ আমাদের চাপ বাড়ছিল। এর ফলেই বেশ কিছু খারাপ শট খেলে ফেলি আমরা। আর সেই অভ্যাসটা আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও বয়ে নিয়ে গিয়েছিলাম”।

ইংল্যান্ডের বিরুদ্ধেও যে লড়াইটা কঠিন হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সেভাবেই নিজেদের তৈরি করতে চাইছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে যে ব্যাটিংয়ের দিকেই প্রধান নজর তা বলাই বাহুল্য।

Related articles

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, এখন থেকে ঠিক দু'ঘণ্টার মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে...

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...
Exit mobile version