একের পর এক টেস্টে সিরিজ হার। প্রতি ম্যাচেই ব্যাটিং বিপর্যয়। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে সেদিকেই এখন সবচেয়ে বেশি নজর কেএল রাহুলের(KL Rahul)। গত কয়েকটা সিরিজে ভারতের ব্যাটিং যে একেবারেই ভাল ছিল না তা কার্যত কেএল রাহুলের কথাতেই স্পষ্ট। তিনিও মেনে নিয়েছেন শেষ সিরিজ গুলোতে তারা একেবারেই ভাল ব্যাটিং করতে পারেননি। ইংল্যান্ডের(England Series) বিরুদ্ধে নামার আগে সেদিকেই যে নজর তা বলার অপেক্ষা রাখে না।
ইংল্যান্ডের বিরুদ্ধে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই(BCCI)। দলে তারুণ্যের আধিক্যই বেশি। আগামী ২০ জুন থেকে শুরু হবে সেই সিরিজ। সেখানে যে দলের ব্যাটিং বিপর্যয় আটকানোই প্রধান লক্ষ্য তা বলার অপেক্ষা রাখে না। গত সিরিজের ব্যাটিং ভুল থেকে শিক্ষা নিয়েই এবার নতুনভাবে শুরু করতে চায় কেএল রাহুল সহ গোটা ভারতীয় দল।
নাসির হুসেনের আমন্ত্রনে একটি শোয়ে এসে কেএল রাহুল(KL Rahul) জানিয়েছেন, “গত কয়েকটি সিরিজে আমাদের খারাপ পারফরম্যান্সের প্রধান কারণ হিসাবে আমি মনে করি খারাপ ব্যাটিং। নিউ জিল্যান্ডে এত সুন্দরভাবে আমাদের বাউন্ডারির রাস্তাগুলো আটকে দিয়েছিল, তাতেই ক্রমশ আমাদের চাপ বাড়ছিল। এর ফলেই বেশ কিছু খারাপ শট খেলে ফেলি আমরা। আর সেই অভ্যাসটা আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও বয়ে নিয়ে গিয়েছিলাম”।
ইংল্যান্ডের বিরুদ্ধেও যে লড়াইটা কঠিন হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সেভাবেই নিজেদের তৈরি করতে চাইছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে যে ব্যাটিংয়ের দিকেই প্রধান নজর তা বলাই বাহুল্য।
–
–
–
–
–
–
–
–
–
–
–