খোদ মোদির রাজ্যে সরকারি পদে বসে পাকিস্তানে তথ্য পাচার, গ্রেফতার পাক-চর

Date:

Share post:

পাকিস্তানের স্পাই নেটওয়ার্কে এবার যোগ হল মোদি-রাজ্যের নাম। নরেন্দ্র মোদি-অমিত শাহদের গুজরাতের সরকারি কর্মীই কি না পাক-চর! বিএসএফ ও বায়ুসেনার গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করার অভিযোগ তার বিরুদ্ধে। হানিট্র্যাপে সেইসব গোপন তথ্য প্রচার করতে গিয়েই গ্রেফতার হয়েছেন মোদি-রাজ্যের সরকারি কর্মী পাক গুপ্তচর সহদেব সিং গোহিল! ভারতের বায়ুসেনা (Indian Air Force) নিয়ে এই সরকারি কর্মী যা করেছেন, তা শুনে আঁতকে উঠছেন তদন্তকারী অফিসাররাও। তাঁর কীর্তির কাছে ইউটিউবার (YouTuber) জ্যোতি মালহোত্রার কাণ্ডকারখানা তো কোন ছার!

সম্প্রতি হরিয়ানার ইউটিউবার, উত্তরপ্রদেশের স্মাগলার, পাঞ্জাবের পলিটিক্যাল সায়েন্সে এমএ পাঠরত ছাত্রের পর ১৫ দিনের মধ্যে পাকিস্তানের স্পাই (spy) নেটওয়ার্কে যুক্ত থাকা স্বয়ং নরেন্দ্র মোদি ও অমিত শাহের রাজ্য গুজরাতের (Gujarat) সরকারি কর্মী সহদেব সিং গোহিল গ্রেফতার হয়েছে। কচ্ছের লাখপত ব্লকের বাসিন্দা সহদেবের বিরুদ্ধে অভিযোগ পাকিস্তানের হয়ে চরবৃত্তি করা এবং ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলির তথ্য, ভিডিও পাচার করার‌। সন্দেহ হানিট্র্যাপে পড়ে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হ্যান্ডলারকে নিয়ম করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী, বায়ুসেনার বিভিন্ন তথ্য, ছবি ও ভিডিও পাঠাচ্ছিল সহদেব। সেখানে সহদেবের পরিচয় দেওয়া হয়েছিল অদিতি ভরদ্বাজ নামে।

গুজরাতের স্বাস্থ্যদফতরের (Helath Department) কর্মী সহদেব কচ্ছ সীমান্ত এলাকায় নিযুক্ত ছিলেন। ফলে সীমান্ত এলাকায় বিএসএফ কিংবা সামরিক বিভাগের সক্রিয়তা ও নতুন পরিকাঠামো নির্মাণের ঘটনা তার নখদর্পণে ছিল। পাকিস্তানের স্পাই এজেন্সি আইএসআই (ISI) এই সুযোগটাই কাজে লাগিয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন ২০২৩ সালের জুন মাসে লাখপত ব্লকের মাড় গ্রামে অভিযুক্তের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে অদিতি নামের পাক চর (Pakistan spy)। সেই হানি ট্রাপে পড়েই সহদেব তথ্য পাচার করেছে। অদিতি পাক চর জেনেও সহদেব ভারতীয় প্রতিরক্ষার গোপন তথ্য পাচার করেছে। বিনিময়ে টাকাও নিয়েছে সে। কী কী গোপন তথ্য সে পাচার করেছে, তা জানতে জেরা করছে পুলিশ।

পুলিশ জানতে পেরেছে, ২০২৪ সালের জানুয়ারি মাসে সহদেব নতুন মোবাইলে সিম কার্ড নেওয়ার সময় আধারের ওটিপি শেয়ার করে অদিতিকে। তারপর থেকে ওই মোবাইলের হোয়াটসঅ্যাপ লিঙ্ক আইএসআই (ISI) হ্যান্ডলারের মোবাইলেও সক্রিয় হয়ে যায়। ফলে আইএসআই ভারতে থাকা তাদের স্পাইদের হোয়াটসঅ্যাপ সরাসরি নিজেদের মোবাইল থেকে অপারেট করতে সক্ষম হয়। সবথেকে বিপদজনক এই তথ্য পেয়েছেন তদন্তকারীরা। অপারেশন সিদুঁরের পরও ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য ও পরিকাঠামো নির্মাণের ছবি ভিডিও পাঠানোর কাজ চলছিল। তা করতে গিয়েই ধরা পড়ে সহদেব। এখন সবথেকে উদ্বেগের বিষয় ৩০০০ কিলোমিটারও বেশি ভারতের পাক সীমান্ত জুড়ে আর কত পাক চর সক্রিয় রয়েছে তা জানা।

spot_img

Related articles

কারখানার শৌচালয়ে রক্তাক্ত দেহ, চাঞ্চল্য নরেন্দ্রপুরে

শৌচালয়ে উদ্ধার রক্তাক্ত দেহ! দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে (narendrapur at south 24 parganas) এক পানীয় প্রস্তুতকারক সংস্থার কারখানার...

মহিলা চিকিৎসককে হেনস্থার প্রতিবাদ, সকাল থেকে উলুবেড়িয়া হাসপাতালে ডাক্তারদের পেনডাউন!

উলুবেড়িয়া হাসপাতালে (uluberia hospital) মহিলা চিকিৎসককে মারধর ও ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে নিরাপত্তা সংক্রান্ত একগুচ্ছ দাবি নিয়ে শুক্রবার...

কুনার নদীতে বাঁধ তুলছে আফগানিস্তান! উদ্বেগে পাকিস্তান 

আফগানিস্তানের নতুন জলনীতি (Afghanistan new water policy) ঘিরে ফের আফ-পাক অশান্তির সুর। তালিবান প্রশাসন ঘোষণা করেছে কুনার ও...

ডেম্পোকে হালকাভাবে নিতে নারাজ, গোয়ায় এসে কেন আবেগপ্রবণ অস্কার?

আইএফএ শিল্ড অতীত। এবার লড়াই সুপার কাপে। শনিবার সুপার কাপে(Super Cup) প্রথম ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল। বিকেল ৪.৩০...