Tuesday, November 4, 2025

৩২ বছরে অন্যায়ের ‘প্রতিশোধ’, CBI আধিকারিককে তির মারলেন প্রৌঢ়!

Date:

সেসময় সিবিআই-কে সাহায্য করেছিলেন অপরাধী ধরে দিতে। তাঁর জন্য রেলের দুর্নীতির পর্দা ফাঁস হয়েছিল, দাবি রেলের প্রাক্তন গ্যাংম্যানের (gangman)। তাও তাঁকে চাকরি হারাতে হয়েছিল। হন্যে হয়ে এই ৩২ বছর ধরে খুঁজছিলেন সেই ‘অপরাধী’ সিবিআই (CBI) আধিকারিককে। শেষ পর্যন্ত লক্ষ্ণৌতে তাঁকে খুঁজে পেতেই তির (arrow) মারলেন দীনেশ মুর্মু। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু এই কাণ্ড বাঁধিয়ে অপরাধবোধে আদৌ ভুগছেন না প্রাক্তন রেল কর্মচারি। তাঁর তির মারার সেই রোমহর্ষক ঘটনা গোটাটাই ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে (CCTV footage)। ঘটনায় গুরুতর আহত সিবিআই-এর এএসআই-কে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

১৯৯৩ সালে রেলের একটি দুর্নীতির (railway corruption) তদন্ত করছিল সিবিআই। সেই সময় বিহারের মুঙ্গেরে রেলের গ্যাংম্যান (gangman) ছিলেন দীনেশ মুর্মু। দুর্নীতি ফাঁস করতে সাহায্য করেছিলেন বলে দাবি দীনেশের। কিন্তু তদন্তের শেষে অপরাধীরা শাস্তি পাওয়ার পাশাপাশি চাকরি হারান দীনেশ। সেই সঙ্গে ধ্বংস হয় তাঁর পরিবার ও সম্মান। তখন থেকেই প্রতিশোধের অপেক্ষা করছিলেন তিনি।

এর আগে ২০০৫ সালে দিল্লিতে সিবিআই (CBI) দফতরে আধিকারিকদের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ান তিনি। তবু থেমে থাকেননি। ২০১৫ সালে ফের জৌনপুরে সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করতে গিয়ে জৌনপুর রেলস্টেশনে আরপিএফ কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়ান। শেষ পর্যন্ত খোঁজ পান লক্ষ্ণৌতে হজরতগঞ্জ সিবিআই দফতরে রয়েছেন তাঁর চোখে ‘অপরাধী’ আধিকারিক এএসআই বীরেন্দ্র সিং।

যেমন ভাবা তেমন কাজ। হজরতগঞ্জের দফতরের বাইরে লোহার তির-ধনুক (bow and arrow) নিয়ে বীরেন্দ্র সিংকে আক্রমণ করে দীনেশ। একটি লোহার তির (arrow) সিবিআই আধিকারিকের বুকে গেঁথে যায়। তাঁকে লক্ষ্ণৌ হাসাপাতালে ভর্তি করা হয়। দফতরের বাইরে পুলিশ ও সিবিআই কর্মীরা ধরে ফেলেন দীনেশকে। ধরা পড়ে দীনেশের দাবি, তিনি প্রতিশোধ নিয়েছেন। পুরাণ মেনে তাই তির মেরেই অপরাধীকে শাস্তি দিয়েছেন।

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...
Exit mobile version