রোডম্যাপ আগেই তৈরি হয়েছিল। সেই মতো রবিবার থেকেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রজাতান্ত্রিক কোরিয়ায় (Republic of Korea) ভারতের সমর্থনে প্রচার শুরু করেছিলেন ভারতীয় প্রতিনিধিদলের সদস্যরা। সেই অভিযানে সোমবার তাঁরা দেখা করলেন দক্ষিণ কোরিয়ার রিপাব্লিক পার্টির (Democratic Party) দলনেতার সঙ্গে। এছাড়াও কথা হয় আধিকারিকদের সঙ্গেও।
ভারতের পাশে থাকার আশ্বাস পাওয়া গিয়েছিল জাপানের (Japan) টোকিও থেকে। রাসবিহারী বসু থেকে রাধাবিনোদ পালের মতো মানুষের সঙ্গে ভারতের যোগ তুলে ধরে জাপানের সঙ্গে ভারতের সৌহার্দ্রের সুর বেঁধে দিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দক্ষিণ কোরিয়াতেও (South Korea) তার ব্যতিক্রম হয়নি। যে দেশে এখনও স্কুল পাঠ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘প্রাচ্যের বাতি’ রয়েছে, সেখানে বাঙালি তথা ভারতীয়দের সম্মান যে থাকবে তা রবিবারই সেই দেশের আধিকারিকদের সঙ্গে আলোচনায় তুলে ধরেছিলেন অভিষেক।
সেই রেশ ধরেই সোমবার দক্ষিণ কোরিয়ার প্রধান সংসদ ন্যাশানাল অ্যাসেম্বলিতে বৈঠকে যান ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে প্রধান রাজনৈতিকদল ডেমোক্রাটিক পার্টির (Democratic Party) অন্তর্বর্তী প্রেসিডেন্ট তথা ন্যাশানাল অ্যাসেম্বলির সদস্য ইয়ান হো-ইউনের (Yun Ho-Jung) সঙ্গে আলোচনা করেন তাঁরা। কথা হয় কোরিয়ার আধিকারিকদের সঙ্গেও।
The All-Party Parliamentary Delegation, including Shri @abhishekaitc, meets H.E. Mr. Yun Ho-Jung at the National Assembly in Seoul. 🇮🇳🇰🇷 pic.twitter.com/vRCji8RxCO
— All India Trinamool Congress (@AITCofficial) May 26, 2025
–
–
–
–
–
–
–
–
–
–