Sunday, November 9, 2025

কেরালার পরে মুম্বই: সময়ের আগে আসা বর্ষায় বিপর্যস্ত দক্ষিণ ভারত

Date:

নির্দিষ্ট সময় থেকে ৮ দিন আগে কেরালায় প্রবেশ করেছে মৌসুমী বায়ু প্রভাবিত বর্ষা। বর্ষার এই নিয়ম ভাঙার খেলায় এ বছর কেরালার পাশাপাশি মহারাষ্ট্রেও (Maharashtra) সময়ের নিয়ম ভেঙে পৌঁছে গেল বর্ষা। কেরালায় (Kerala) পৌঁছানোর মাত্র ২৪ ঘন্টার মধ্যে বর্ষার বৃষ্টি প্রত্যক্ষ করল বাণিজ্য নগরী মুম্বই। আর প্রথম বৃষ্টিতেই জলমগ্ন মুম্বইসহ (Mumbai) মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা। হলুদ সতর্কতা জারি দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে।

রবিবার রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন। কুর্লা, সিওন থেকে দাদর এলাকা জলমগ্ন। বৃষ্টিতে জলমগ্ন সাবার্বান রেলের (local train) লাইন। কল্যাণ এলাকায় রাত থেকে জল জমে থাকায় সকাল থেকে ব্যাহত লোকাল ট্রেন (local train) চলাচল। সোমবারও মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মহারাষ্ট্রের পাশাপাশি তেলেঙ্গানাতেও (Telengana) সময়ের আগে বর্ষা প্রবেশের সতর্কতা আবহাওয়া দফতরের। রাজধানী হায়দরাবাদসহ তেলেঙ্গানার একাধিক জেলায় ৩০ মে পর্যন্ত জারি করা হল হলুদ সতর্কতা। সোমবার কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরির সমুদ্র তীরবর্তী এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণের রাজ্যগুলিতে বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেলেও উত্তরের রাজ্যগুলিতে পিছু ছাড়ছে না প্রাকৃতিক বিপর্যয়। রবিবারই রাজধানী দিল্লিতে (Delhi) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ধুলোর ঝড়ের (sand storm) সতর্কতা জারি হয়েছিল। একইভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সর্তকতা জারি হয়েছে গুজরাট, হরিয়ানা, পঞ্জাব, চন্ডিগড়, রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশের কিছু জেলা এবং ঝাড়খণ্ডে।

অন্যদিকে উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হওয়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। সেই মতো উত্তরের জেলাগুলিতে (north Bengal) সোমবার থেকেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া, মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা কমার এবং মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version