Wednesday, August 20, 2025

ডুরান্ড কাপ(Durand Cup) দিয়েই এবারের মরসুম শুরু হবে। যদিও সেখানে সিনিয়র দল নয়, রিজার্ভ দল নামানোরই সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) ম্যানেজমেন্ট। কিন্তু সেই দলও প্রস্তুতি সারতে পারবে না মোহনবাগানের(MBSG) ঘরের মাঠে। কারণ মাঠ ঠিকঠাক করার কাজ শুরু হয়েছে। হকি হওয়ার ফলে মোহনবাগান মাঠের অবস্থা খুবই খারাপ। আর তাতেই নাকি খানিকটা অসন্তুষ্টও মোহনবাগান সুপারজায়ান্ট ম্যানেজমেন্ট। আগামী অগস্টের আগে মোহনবাগান মাঠে ফুটবলের প্রস্তুতি শুরু হবে না বলেই শোনা যাচ্ছে।

এবার সুপার কাপে রিজার্ভ দল নামিয়েছিল মোহনবাগান। কিন্তু আসন্ন মরসুমে শোনাযাচ্ছে তেমনটা হবে না। ম্যানেজমেন্ট নাকি এবার সুপার কাপেও সিনিয়র দলই নামাতে চাইছে। সেই সমস্ত কারণেই ডুরান্ডে(Durand Cup) রিজার্ভ দল নামানোর সিদ্ধান্ত হয়েছে। খুব প্রয়োজন পড়লে অভিষেক সূর্যবংশী সহ কয়েকজনকে খেলানো হতে পারে।

গত বুধবার থেকেই মোহনবাগান মাঠে শুরু হয়েছে মাঠের কাজ। আগামী অগস্টের আগে কোনও মতেই তা সম্ভব নয় বলে শোনা যাচ্ছে। আর সেই কারণেই যুবভারতীর অনুশীলন মাঠে ডুরান্ডের প্রস্তুতি শুরু করবে মোহনবাগান সুপারজায়ান্ট শিবির। তবে ডুরান্ডে বাস্তব রায় নন, সবুজ-মেরুন ব্রিগেডের কোচের দায়িত্বে থাকবেন ডেগি কার্ডোজো।

কয়েকদিন পর থেকেই ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু করে দেবে মোহনবাগান। শোনা যাচ্ছে আগামী ৯ অগস্ট নাকি হতে পারে ডুরান্ডের ডার্বি।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version