Thursday, August 21, 2025

ডুরান্ড কাপ(Durand Cup) দিয়েই এবারের মরসুম শুরু হবে। যদিও সেখানে সিনিয়র দল নয়, রিজার্ভ দল নামানোরই সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) ম্যানেজমেন্ট। কিন্তু সেই দলও প্রস্তুতি সারতে পারবে না মোহনবাগানের(MBSG) ঘরের মাঠে। কারণ মাঠ ঠিকঠাক করার কাজ শুরু হয়েছে। হকি হওয়ার ফলে মোহনবাগান মাঠের অবস্থা খুবই খারাপ। আর তাতেই নাকি খানিকটা অসন্তুষ্টও মোহনবাগান সুপারজায়ান্ট ম্যানেজমেন্ট। আগামী অগস্টের আগে মোহনবাগান মাঠে ফুটবলের প্রস্তুতি শুরু হবে না বলেই শোনা যাচ্ছে।

এবার সুপার কাপে রিজার্ভ দল নামিয়েছিল মোহনবাগান। কিন্তু আসন্ন মরসুমে শোনাযাচ্ছে তেমনটা হবে না। ম্যানেজমেন্ট নাকি এবার সুপার কাপেও সিনিয়র দলই নামাতে চাইছে। সেই সমস্ত কারণেই ডুরান্ডে(Durand Cup) রিজার্ভ দল নামানোর সিদ্ধান্ত হয়েছে। খুব প্রয়োজন পড়লে অভিষেক সূর্যবংশী সহ কয়েকজনকে খেলানো হতে পারে।

গত বুধবার থেকেই মোহনবাগান মাঠে শুরু হয়েছে মাঠের কাজ। আগামী অগস্টের আগে কোনও মতেই তা সম্ভব নয় বলে শোনা যাচ্ছে। আর সেই কারণেই যুবভারতীর অনুশীলন মাঠে ডুরান্ডের প্রস্তুতি শুরু করবে মোহনবাগান সুপারজায়ান্ট শিবির। তবে ডুরান্ডে বাস্তব রায় নন, সবুজ-মেরুন ব্রিগেডের কোচের দায়িত্বে থাকবেন ডেগি কার্ডোজো।

কয়েকদিন পর থেকেই ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু করে দেবে মোহনবাগান। শোনা যাচ্ছে আগামী ৯ অগস্ট নাকি হতে পারে ডুরান্ডের ডার্বি।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version