ডুরান্ড কাপ(Durand Cup) দিয়েই এবারের মরসুম শুরু হবে। যদিও সেখানে সিনিয়র দল নয়, রিজার্ভ দল নামানোরই সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) ম্যানেজমেন্ট। কিন্তু সেই দলও প্রস্তুতি সারতে পারবে না মোহনবাগানের(MBSG) ঘরের মাঠে। কারণ মাঠ ঠিকঠাক করার কাজ শুরু হয়েছে। হকি হওয়ার ফলে মোহনবাগান মাঠের অবস্থা খুবই খারাপ। আর তাতেই নাকি খানিকটা অসন্তুষ্টও মোহনবাগান সুপারজায়ান্ট ম্যানেজমেন্ট। আগামী অগস্টের আগে মোহনবাগান মাঠে ফুটবলের প্রস্তুতি শুরু হবে না বলেই শোনা যাচ্ছে।
এবার সুপার কাপে রিজার্ভ দল নামিয়েছিল মোহনবাগান। কিন্তু আসন্ন মরসুমে শোনাযাচ্ছে তেমনটা হবে না। ম্যানেজমেন্ট নাকি এবার সুপার কাপেও সিনিয়র দলই নামাতে চাইছে। সেই সমস্ত কারণেই ডুরান্ডে(Durand Cup) রিজার্ভ দল নামানোর সিদ্ধান্ত হয়েছে। খুব প্রয়োজন পড়লে অভিষেক সূর্যবংশী সহ কয়েকজনকে খেলানো হতে পারে।
গত বুধবার থেকেই মোহনবাগান মাঠে শুরু হয়েছে মাঠের কাজ। আগামী অগস্টের আগে কোনও মতেই তা সম্ভব নয় বলে শোনা যাচ্ছে। আর সেই কারণেই যুবভারতীর অনুশীলন মাঠে ডুরান্ডের প্রস্তুতি শুরু করবে মোহনবাগান সুপারজায়ান্ট শিবির। তবে ডুরান্ডে বাস্তব রায় নন, সবুজ-মেরুন ব্রিগেডের কোচের দায়িত্বে থাকবেন ডেগি কার্ডোজো।
কয়েকদিন পর থেকেই ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু করে দেবে মোহনবাগান। শোনা যাচ্ছে আগামী ৯ অগস্ট নাকি হতে পারে ডুরান্ডের ডার্বি।
–
–
–
–
–
–
–
–
–
–
–