Friday, August 22, 2025

মোট ৪৪,২০৩টি শূন্য পদে নিয়োগে সুপ্রিম নির্দেশ মেনে ৩০ মে বিজ্ঞপ্তি জারি: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩০ মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার। মোট ৪৪,২০৩টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে বলে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে বলা হয় ৩১ মে-র মধ্যেই চাকরির নোটিফিকেশন (Notification) দিতে হবে। সেই কারণে ৩০ মে চাকরির বিজ্ঞপ্তি জারি করা হবে বলে তিনি জানান। মমতা স্পষ্ট জানান, আইন মেনেই সরকারকে চলতে হবে। তাঁরা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করেছেন। কিন্তু এখন সুপ্রিম কোর্টে গরমের ছুটি। সেই কারণে এখনই সেই পিটিশনের শুনানি হচ্ছে না। ফলে চাকরিহারাদের নিয়মমেনে পরীক্ষায় বসার পরামর্শ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সুপ্রিম কোর্ট ২৪,২০৩টি পদে নিয়োগের কথা বলেছিল , আরও পদ বাড়িয়ে নিয়োগ করবে রাজ্য। মোট নিয়োগ হবে ৪৪,২০৩টি পদে। এর মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি-ও রয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, তিনি চাকরিহারাদের পাশে আছেন। চান না কারও চাকরি যাক। সরকার চাকরি বাতিল করতে আদালতে যায়নি। গিয়েছিল কিছু স্বার্থপর লোক। শীর্ষ আদালতের রায়ের বিরুদ্ধে সরকার রিভিউ পিটিশন (Review Petition) করেছে। কিন্তু সুপ্রিম কোর্টে এখন গরমের ছুটি। সেই কারণে এখনই শুনানি হচ্ছে না। এদিকে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জানি করতে হবে রাজ্য সরকারকে। মুখ্যমন্ত্রীর কথায়, সবাইকে আইন মেনে চলতে হয়।

মুখ্যমন্ত্রী জানান, “সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ৩১ মে-র মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করে হলফনামা পেশ করতে হবে। সেই নির্দেশ মেনে ৩০ মে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ২৪২০৩ শূন্য পদ তৈরি হয়েছে। ওই ২৪২০৩টি পদে নতুন করে শিক্ষক নিয়োগ করা হবে। এ ছাড়া সরকার আরও কিছু নতুন পদ তৈরি করেছে। নবম ও দশম শ্রেণির জন্য ১১৫১৭টি শিক্ষক পদ তৈরি হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক পদ তৈরি হয়েছে আরও ৬৯১২টি। এ ছাড়া গ্রুপ সি পদে নতুন ৫৭১ এবং গ্রুপ সি পদে নতুন ১০০০টি পদ তৈরি করা হয়েছে। সব মিলিয়ে ৪৪২০৩টি শূন্য পদে নিয়োগ করা হবে। নবম-দশম শ্রেণির জন্য ২৩ হাজারের বেশি শিক্ষক নিয়োগ করা হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য ১২,৫১৪ জন শিক্ষক নিয়োগ করা হবে। গ্রুপ সি পদে নিয়োগ করা হবে ২৯৮৯ জনকে এবং ৫৪৮৮ জনকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে।”

  • ৩০ মে বিজ্ঞপ্তি দেওয়ার পরে ১৬ জুন থেকে অনলাইনে আবেদন জমা নেওয়া হবে। ১৪ জুলাই পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে।
  • ১৪ জুলাই চাকরির আবেদনের শেষ দিন।
  • ১৫ নভেম্বরের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের প্রক্রিয়া শেষ করা হবে রাজ্যের তরফে। ২০ নভেম্বর থেকে কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শুরু করা হবে।
  • বয়সের জন্য যাতে না আটকায় তার জন্য ছাড় থাকবে।
  • পাশাপাশি যারা ইতিমধ্যেই অনেকদিন কাজ করেছেন, তাঁদের অভিজ্ঞতাকেও অগ্রাধিকার দেওয়া হবে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version