Friday, August 22, 2025

‘৫ মিনিটের মধ্যে আমিও মরে যাব’, ঋণের দায়ে আত্মঘাতী একই পরিবারের ৭ সদস্য

Date:

ঋণের(Debt) দায়ে আত্মঘাতী একই পরিবারের ৭ সদস্য। হরিয়ানার(Hariyana) পঞ্চকুলার(Panchkula) ২৭ নম্বর সেক্টরে রাস্তার ধারে পার্ক করা গাড়ি থেকে ৬ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়৷ আরও একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় বলতে শোনা যায়, “আমিও বিষ খেয়েছি, আমিও মারা যাব। আমার পরিবারের অনেক ঋণ ছিল।” তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সকলেই উত্তরাখণ্ডের দেরাদুনের বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

সোমবার রাত ১১তা নাগাদ ১১২ নম্বরে পুলিশের কাছে একটি ফোন আসে। তারপরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এক প্রত্যক্ষদর্শী পুলিশকে জানায়, ঘটনাটি তাঁর বাড়ির সামনেই ঘটেছে। তিনি বলেন, “প্রথমে তাদের গাড়ি দেখে জিজ্ঞাসা করা হয়, তারা বলে যে বাবার প্রোগ্রামে এসেছে এবং কোনও হোটেল খুঁজে পাচ্ছে না। তাই তারা গাড়িতেই ঘুমোচ্ছিল। আমরা তাদের গাড়িটি অন্য জায়গায় দাঁড় করাতে বলেছিলাম। তারপরই তারা একে অপরের গায়ে বমি করতে শুরু করে। আমরা তাদের গাড়ি থেকে টেনে বের করে আনি।”

পুলিশ জানিয়েছে, মৃতদের তালিকায় রয়েছেন প্রবীণ মিত্তাল(Praveen Mittal), তার বাবা দেশরাজ মিত্তাল স্ত্রী, মা, দুই মেয়ে ও ছেলে। প্রাথমিক তদন্তে খবর, দেরাদুন থেকে পরিবারকে সঙ্গে নিয়ে পঞ্চকুলার বাগেশ্বর ধামে আয়োজিত হনুমান কথা অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন প্রবীণ মিত্তাল। অনুষ্ঠান শেষ হওয়ার পর ফেরার পথে এক জায়গায় গাড়ি থামিয়ে বিষ মেশানো খাবার খায় তারা। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ।

সূত্রের খবর, মিত্তাল পরিবার ট্যুর অ্যান্ড ট্রাভেলস-এর ব্যবসা শুরু করেছিল। কিন্তু তা লোকসানে চলছিল। প্রায় ২০ কোটি টাকার ঋণ ছিল মিত্তাল পরিবারের ঘাড়ে। যা পরিশোধের পথ খুঁজে না পেয়েই এই চরম সিদ্ধান্ত মিত্তাল পরিবারের।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version