Thursday, August 21, 2025

আইপিএলের(IPL) লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসার সম্ভাবনা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের(Mumbai Indians)। কিন্তু সেটা সম্ভব হয়নি। পঞ্জাব কিংসের(Punjab Kings) কাছে হেরে গেছিল মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ারা জিততে না পারলেও, সেই ম্যাচেই কিন্তু সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) রেকর্ড ভেঙে দিয়েছেন সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে এক মরসুমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তিনি। এই মরসুমে মু্ম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians) জিততে না পারলেও সূর্যকুমার যাদবের ব্যাটে ছিল রানের ঝলক। শেষ ম্যাচেও অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন সূর্যকুমার(Suryakumar Yadav)।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে সূর্যকুমার যাদব ৩৯ বলে ৫৭ রানের ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব। এরপরই এই মরসুমে সূর্যকুমার যাদবের রান ৬১৯। এই অর্ধশতরান করার পরই ভেঙে দিলেন মাস্টার ব্লাস্টারের রেকর্ড। এর আগে আইপিএলের এক মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সচিন তেন্ডুলকর। ২০১০ সালে ৬১০ রান করেছিলেন সচিন(Sachin Tendulkar)। ১৫ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)।

চলতি মরসুমে ইতিমধ্যেই ছটি অর্ধশতরান করে ফেলেছেন সূর্যকুমার যাদব। চলতি মরসুমে দুরন্ত ফর্মে রয়েছেন এই তারকা ক্রিকেটার। কয়েকটি ম্যাচে অর্ধশতরান না পেলও, তাঁর পারফরম্যান্সটাই ফ্যাক্টর হয়ে গিয়েছিল। এবার যদি মুম্বই ইন্ডিয়ান্স ফাইনালে পৌঁছতে পারে, তবে আরও একটা ম্যাচ পাবেন সূর্যকুমার যাদব। ফলে তাঁর কাছে এই মরসুমে শুভমন গিল এবং সাই সূদর্শনকেও টপকে যাওয়ার সুযোগ রয়েছে।

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version