Tuesday, November 4, 2025

আইপিএলের(IPL) লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসার সম্ভাবনা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের(Mumbai Indians)। কিন্তু সেটা সম্ভব হয়নি। পঞ্জাব কিংসের(Punjab Kings) কাছে হেরে গেছিল মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ারা জিততে না পারলেও, সেই ম্যাচেই কিন্তু সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) রেকর্ড ভেঙে দিয়েছেন সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে এক মরসুমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তিনি। এই মরসুমে মু্ম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians) জিততে না পারলেও সূর্যকুমার যাদবের ব্যাটে ছিল রানের ঝলক। শেষ ম্যাচেও অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন সূর্যকুমার(Suryakumar Yadav)।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে সূর্যকুমার যাদব ৩৯ বলে ৫৭ রানের ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব। এরপরই এই মরসুমে সূর্যকুমার যাদবের রান ৬১৯। এই অর্ধশতরান করার পরই ভেঙে দিলেন মাস্টার ব্লাস্টারের রেকর্ড। এর আগে আইপিএলের এক মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সচিন তেন্ডুলকর। ২০১০ সালে ৬১০ রান করেছিলেন সচিন(Sachin Tendulkar)। ১৫ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)।

চলতি মরসুমে ইতিমধ্যেই ছটি অর্ধশতরান করে ফেলেছেন সূর্যকুমার যাদব। চলতি মরসুমে দুরন্ত ফর্মে রয়েছেন এই তারকা ক্রিকেটার। কয়েকটি ম্যাচে অর্ধশতরান না পেলও, তাঁর পারফরম্যান্সটাই ফ্যাক্টর হয়ে গিয়েছিল। এবার যদি মুম্বই ইন্ডিয়ান্স ফাইনালে পৌঁছতে পারে, তবে আরও একটা ম্যাচ পাবেন সূর্যকুমার যাদব। ফলে তাঁর কাছে এই মরসুমে শুভমন গিল এবং সাই সূদর্শনকেও টপকে যাওয়ার সুযোগ রয়েছে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version