Friday, November 7, 2025

মোট ৪৪,২০৩টি শূন্য পদে নিয়োগে সুপ্রিম নির্দেশ মেনে ৩০ মে বিজ্ঞপ্তি জারি: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩০ মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার। মোট ৪৪,২০৩টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে বলে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে বলা হয় ৩১ মে-র মধ্যেই চাকরির নোটিফিকেশন (Notification) দিতে হবে। সেই কারণে ৩০ মে চাকরির বিজ্ঞপ্তি জারি করা হবে বলে তিনি জানান। মমতা স্পষ্ট জানান, আইন মেনেই সরকারকে চলতে হবে। তাঁরা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করেছেন। কিন্তু এখন সুপ্রিম কোর্টে গরমের ছুটি। সেই কারণে এখনই সেই পিটিশনের শুনানি হচ্ছে না। ফলে চাকরিহারাদের নিয়মমেনে পরীক্ষায় বসার পরামর্শ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সুপ্রিম কোর্ট ২৪,২০৩টি পদে নিয়োগের কথা বলেছিল , আরও পদ বাড়িয়ে নিয়োগ করবে রাজ্য। মোট নিয়োগ হবে ৪৪,২০৩টি পদে। এর মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি-ও রয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, তিনি চাকরিহারাদের পাশে আছেন। চান না কারও চাকরি যাক। সরকার চাকরি বাতিল করতে আদালতে যায়নি। গিয়েছিল কিছু স্বার্থপর লোক। শীর্ষ আদালতের রায়ের বিরুদ্ধে সরকার রিভিউ পিটিশন (Review Petition) করেছে। কিন্তু সুপ্রিম কোর্টে এখন গরমের ছুটি। সেই কারণে এখনই শুনানি হচ্ছে না। এদিকে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জানি করতে হবে রাজ্য সরকারকে। মুখ্যমন্ত্রীর কথায়, সবাইকে আইন মেনে চলতে হয়।

মুখ্যমন্ত্রী জানান, “সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ৩১ মে-র মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করে হলফনামা পেশ করতে হবে। সেই নির্দেশ মেনে ৩০ মে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ২৪২০৩ শূন্য পদ তৈরি হয়েছে। ওই ২৪২০৩টি পদে নতুন করে শিক্ষক নিয়োগ করা হবে। এ ছাড়া সরকার আরও কিছু নতুন পদ তৈরি করেছে। নবম ও দশম শ্রেণির জন্য ১১৫১৭টি শিক্ষক পদ তৈরি হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক পদ তৈরি হয়েছে আরও ৬৯১২টি। এ ছাড়া গ্রুপ সি পদে নতুন ৫৭১ এবং গ্রুপ সি পদে নতুন ১০০০টি পদ তৈরি করা হয়েছে। সব মিলিয়ে ৪৪২০৩টি শূন্য পদে নিয়োগ করা হবে। নবম-দশম শ্রেণির জন্য ২৩ হাজারের বেশি শিক্ষক নিয়োগ করা হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য ১২,৫১৪ জন শিক্ষক নিয়োগ করা হবে। গ্রুপ সি পদে নিয়োগ করা হবে ২৯৮৯ জনকে এবং ৫৪৮৮ জনকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে।”

  • ৩০ মে বিজ্ঞপ্তি দেওয়ার পরে ১৬ জুন থেকে অনলাইনে আবেদন জমা নেওয়া হবে। ১৪ জুলাই পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে।
  • ১৪ জুলাই চাকরির আবেদনের শেষ দিন।
  • ১৫ নভেম্বরের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের প্রক্রিয়া শেষ করা হবে রাজ্যের তরফে। ২০ নভেম্বর থেকে কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শুরু করা হবে।
  • বয়সের জন্য যাতে না আটকায় তার জন্য ছাড় থাকবে।
  • পাশাপাশি যারা ইতিমধ্যেই অনেকদিন কাজ করেছেন, তাঁদের অভিজ্ঞতাকেও অগ্রাধিকার দেওয়া হবে।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version