Monday, November 3, 2025

তিনদিনে দুবার জিজ্ঞাসাবাদ: মুখ ঢেকে মিডিয়া এড়ালেন ডিনো মোরিয়া

Date:

সিনেমায় মুখ প্রায় দেখাই যায় না। অথচ দুর্নীতিতে নাম জড়িয়ে নিজের অপমান বাড়িয়ে তুলেছেন বলিউড ডিনো মোরিয়া (Dino Morea)। ফলে পুলিশি জেরায় যোগ দিতে এসে কার্যত মাস্কের ভরসায় মিডিয়াকে এড়িয়ে যেতে হচ্ছে তাঁকে। মিঠি নদীর (Mithi river) দুর্নীতি মামলায় এবার শিবসেনা শিণ্ডে শিবিরের তোপের মুখে বলিউড অভিনেতা।

মুম্বইয়ের নিকাশির অন্যতম মাধ্যম মিঠি নদী (Mithi river) নিকাশির অভাবে উপচে পড়ে ২০০৫ সালে যে বন্যা হয়েছিল, তাতে মৃত্যু হয়েছিল অন্তত ১০০০ নাগরিকের। সেই ঘটনার তদন্তে মেনে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন আধিকারিক থেকে ঠিকাদার, সবার যোগসাজশে নদীর পলি তোলার কাজে দুর্নীতির প্রমাণ পায়। উচ্চমানের যন্ত্রপাতির ব্যবহার দেখিয়ে নিম্নমানের যে কাজের নজির সেই সময়ে পাওয়া গিয়েছিল বলে তদন্ত দাবি করা হয়েছে, তাতে ৬৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। সেই সূত্রে শুরু হয় জিজ্ঞাসাবাদ।

মে মাসেই ১৩ জনকে জিজ্ঞাসাবাদ করে মুম্বই পুলিশ (Mumbai Police)। ৮ কোটি টাকার রফাতেও বাড়িয়ে ১৭ কোটির অর্থ বরাদ্দ হওয়ার অভিযোগে দুই মিডল ম্যানকে গ্রেফতার করা হয়। সেই সূত্রেই নাম জড়ায় ডিনো মোরিয়ার। পুলিশের দাবি, গ্রেফতার হওয়া এক মিডল ম্যানের সঙ্গে বারবার যোগাযোগ হয়েছে ডিনো মোরিয়া (Dino Morea) ও তাঁর ভাই স্যান্টিনো মোরিয়ার (Santino Morea)। কোন সূত্রে এই দুই ভাই ওই অভিযুক্ত মিডল ম্যানের সঙ্গে এতবার যোগাযোগ করেছেন, তার তদন্ত মুম্বই পুলিশ। সেই সূত্রে মুম্বই পুলিশের ইকনোমিক অফেন্সেস উইং ডেকে পাঠায় ডিনো মোরিয়াকে। সোমবার তাঁকে আট ঘণ্টা জেরা করা হয়।

এরপর বুধবারও জেরা করা হয় সাতঘণ্টা। বুধবার মুম্বই পুলিশ (Mumbai Police) কমিশনারের দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডিনোর পাশাপাশি হাজির হন স্যান্টিনো মোরিয়াও (Santino Morea)। সাদা শার্ট, নীল জিন্সে মুখে মাস্ক পরে হাজির হন ডিনো মোরিয়া। সংবাদ মাধ্যমের প্রশ্নের কোনও রকম উত্তর না দিয়ে সোজা ঢুকে যান দফতরে। জিজ্ঞাসাবাদ চলে সাত ঘণ্টা।

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...
Exit mobile version