মঙ্গলের মধ্যরাতে জোড়া ভূমিকম্প উত্তর-পূর্বের রাজ্য মনিপুরে (Earthquake in Manipur)। কম্পন অনুভূত হলো মেঘালয়, অসম, ত্রিপুরাতেও। রাত ১ টা ৫৪ মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয় বলে জানা গেছে, তীব্রতা ছিল ৫.২। আধ ঘণ্টার মধ্যেই দ্বিতীয়বারের জন্য কেঁপে ওঠে এই রাজ্য, ঘড়ির কাটায় তখন ২টো বেজে ২৬ মিনিট। দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা অবশ্য খুব একটা বেশি ছিল না। তবে কম্পন অনুভূত হয় মেঘালয়, অসম, ত্রিপুরাতেও। ভূমিকম্পের জেরে আপাতত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (National Center for Seismology) তথ্য অনুযায়ী মধ্যরাতের এই কম্পন বাংলাদেশেও অনুভূত হয়েছে।
ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার নীচে মনিপুরের চূড়াচাঁদপুর জেলা প্রথম ভূমিকম্পের উৎসস্থল ছিল বলে জানা গেছে। রিখটার স্কেলে দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা ছিল ২.৫, উৎসস্থল ছিল মাটি থেকে ২৫ কিলোমিটার নীচে। এই কম্পনটি ননীতে অনুভূত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হতাহতের কোনও খবর মেলেনি। গত মার্চ মাসে এক ঘণ্টার ব্যবধানে দু’বার কেঁপে উঠেছিল উত্তর-পূর্বের এই রাজ্য। তিন মাসের মাথায় ফের জোড়া ভূকম্পন মনিপুরে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–