Monday, August 25, 2025

ধর্ম মানে মানবিকতা-বিবেক: শীতলাপুজোয় বাংলার সর্বধর্ম সমন্বয়ে ছবি তুলে ধরে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

শীতলাপুজোর অনুষ্ঠানে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধেয় ভবানীপুর কাঁসারি পাড়ায় গুরুদ্বার-লাগোয়া দীর্ঘদিনের পুরোনো শীতলা মন্দিরে যান মুখ্যমন্ত্রী। বলেন, আমাদের বাংলার সবথেকে বড় গুণ সর্বধর্ম সমন্বয়। মুখ্যমন্ত্রীর কথায়, ”ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে আন্তরিকতা, ধর্ম মানে বিবেক, ধর্ম মানে সংস্কৃতি।”

নিজের এলাকার এই পুজোয় গিয়ে পুরনো দিনের কথা মনে করেন মুখ্যমন্ত্রী। বলেন, ”এখানে আমি একটা English Medium স্কুল করে দিয়েছি। সেখানে আমি ছোটবেলায় পড়াতাম। এখানে প্রত্যেকটা অলিগলি আমার পরিচিত। এই রাস্তার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। এখানে গুরুদ্বার, মন্দির, মসজিদ- সব রয়েছে। এখানে পিজির মতো বড় হাসপাতাল আছে।”

এর পরেই বাংলার সর্ব ধর্ম সমন্বয়ের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, ”প্রত্যেক পাড়াতেই শীতলাপুজো হয়। আমাদের বাংলার সবথেকে বড় গুণ সর্বধর্ম সমন্বয়। সব জায়গার একটা লোকাল ভাষার টান আছে। আমি বীরভূমে যেখানে জন্মগ্রহণ করেছিলাম সেখানকার ভাষা আর বাঁকুড়ার ভাষার টান অনেকটা একরকম। মেলা থেকে শুরু করে খেলা- সবই আমাদের পার্বণ উৎসবের মধ্যে পড়ে। এখানে মহিলারা দুর্গাপুজো করে, আমি আসি। এখানে আড়াই হাজার লোক দণ্ডী কাটে। আমাকে মন্দিরটি খুব আকর্ষণ করে, আমি মাঝেসাজে সুযোগ পেলেই এখানে চলে আসি। বছরে ৪-৫ বার এখানে আসি। মন্দির নিয়ে একটা দুটো আক্ষেপ ছিল সেগুলো হয়ে গেছে তাতে ওরা খুশি। পাশে একটা ক্লাবও করে দেওয়া হয়েছে।”

ধর্ম সম্পর্কে মমতা (Mamata Banerjee) বলেন, ”ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে আন্তরিকতা, ধর্ম মানে বিবেক, ধর্ম মানে সংস্কৃতি।” তাঁর কথায়, মানুষের জীবনে কখনো কখনো ভালো খারাপ সময় আসে। সবকিছুকে মানিয়ে চলতে হয়। জীবন কখনো থেমে থাকে না। তাঁর ভাষণে উঠে এসেছে রামকৃষ্ণ পরমহংস দেবের কথা। রামকৃষ্ণের কথা এখনও মেনে চলেন সকলেই। এর থেকে শিক্ষনীয় অনেক বিষয় রয়েছে। মা সকলকে ভালো রাখুন। নতুন করে কোনও ব্যধি কারও জীবন যেন কেড়ে না নেয়। দাঙ্গা সন্ত্রাস সবকিছু থেকে মানুষকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, শান্তির বার্তা বহন করে মা শীতলা।
আরও খবর: নিরাপত্তার স্বার্থে পাশে থাকলেও কুৎসা করলে কড়া জবাব: মোদিকে পাল্টা তোপ কুণালের

সবাইকে ভালো কাজে থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ”কাজকর্মের মধ্যে থাকলে মানুষ ভালো থাকো। আর কাজকর্ম না থাকলে উল্টোপাল্টা মাথায় চিন্তা ঢুকবে। আর সেগুলো ধ্বংস করবে ব্রেনটাকে। কাজ কর্মের মধ্যে থাকলে মাথায় কোন উল্টোপাল্টা চিন্তা আসবে না কখনো মানুষের জীবনে খারাপ সময় আসে এবং কখনো ভালো সময় আসে। জীবন কখনো থেমে থাকে না। কখনো কষ্ট আসবে কখনো দুঃখ আসবে।”

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version