দালালের হাত ধরে অস্ট্রেলিয়া যাওয়ার নামে ইরানের (Iran) তেহরানে বন্দি ৩ ভারতীয় যুবক। যুবকদের পরিবার দ্বারস্থ হয় পঞ্জাব পুলিশের। ঘটনায় হস্তক্ষেপ করে ইরানের ভারতীয় দূতাবাসের (Indian Embassy, Tehran) পক্ষ থেকে বন্দি তিন ভারতীয়ের দ্রুত উদ্ধারের আবেদন জানানো হয়েছে ইরান প্রশাসনের কাছে।

১ মে ভারত থেকে দুবাই-ইরান রুটে অস্ট্রেলিয়া যাওয়ার পথে তেহরান (Tehran) পৌঁছান তিন ভারতীয় যুবক হুসানপ্রীত, যশপাল, অমৃতপাল। পঞ্জাবের এই তিন যুবক স্থানীয় এক দালালের সহযোগিতায় রওনা দিয়েছিল। পরিবারের দাবি, তেহরানে (Tehran) নামার সঙ্গে সঙ্গে তাদের অপহরণ করা হয়। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, অপহরণকারীরা টাকার দাবি করে। পরিবার উপযুক্ত টাকা না পাঠালে তিনজনকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তবে ১১ মে পর্যন্ত তিনজনের পরিবারই মোবাইলে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারে বলে জানানো হয়।

তবে ১১ মে-র পর থেকে পরিবার আর যোগাযোগ করতে পারে না তিনজনের সঙ্গে। এরপর ১৬ মে পুলিশে অভিযোগ জানানো হয়। বিদেশ মন্ত্রকের তরফে অভিযোগ পেয়ে ইরানে (Iran) ভারতীয় দূতাবাসকে তিনজনের খোঁজ করার নির্দেশ দেওয়া হয়। সেই মতো পদক্ষেপ নেওয়া শুরু করে তেহরানের ভারতীয় দূতাবাস (Indian Embassy, Tehran)।

তেহরানের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বুধবার জানানো হয়, দূতাবাস তিনজনের খোঁজ চালাচ্ছে তৎপরতার সঙ্গে। তিনজনকে উদ্ধার ও তাঁদের নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে চায় দূতাবাস। সেই সঙ্গে পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে উদ্ধারের বিষয়ে জানানো হচ্ছে বলে জানানো হয় দূতাবাসের তরফে।

–

–

–

–

–

–

–
–
–
–