Saturday, August 23, 2025

ভিসার ইন্টারভিউ বন্ধ করল ট্রাম্প প্রশাসন: নজরে প্যালেস্তাইন-বিক্ষোভ

Date:

আমেরিকায় ভারতীয় পড়ুয়াদের পড়ার ক্ষেত্রে নতুন জটিলতার পথে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এতদিন পড়ুয়াদের ভিসার (student visa) যাচাই, বিশ্ববিদ্যালয়গুলির অর্থের ব্যবহারের অজুহাতে বিদেশী পড়ুয়াদের আমেরিকায় পড়াশোনার উপর লাগাম টানার চেষ্টা করেছেন ট্রাম্প (Donald Trump)। এবার সেই তালিকায় নতুন সংযোজন, প্যালেস্তাইনের প্রতি সমর্থন। তার জেরে এবার পড়ুয়া বা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া যাচাইয়ের পথে মার্কিন প্রশাসন। ফলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হল ভিসার ইন্টারভিউ (visa interview)।

মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও (Marco Rubio) প্রকাশিত একটি নির্দেশিকায় মঙ্গলবারই বলা হয়েছে, সব দূতাবাস ও কনসুলেট জেনারেল অফিসগুলি ছাত্র ভিসা ও আদান-প্রদানমূলক ভিসা দেওয়া নির্দেশিকা পাওয়ামাত্র বন্ধ করবে। নতুন নির্দেশিকা প্রকাশ না হওয়া পর্যন্ত ভিসার প্রশ্নোত্তরের জন্য কাউকে নতুন করে সংযুক্তও করা যাবে না।

রাতারাতি ভিসার ইন্টারভিউ (visa interview) বন্ধ হওয়ার কারণ হিসাবে জানানো হয়েছে সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের যাচাই ও পরীক্ষা (vetting) হবে। এরপরই ভিসা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে ট্রাম্প প্রশাসন। তবে কী বিষয়ে সোশ্যাল মিডিয়া পরীক্ষা হবে তা স্পষ্ট করে বলা হয়নি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলিতে কয়েক শত হাজার মার্কিন ডলার অনুদান বন্ধ করার পথে হেঁটেছে ট্রাম্প প্রশাসন। দাবি করা হয়েছে মার্কিন ডলারের যথার্থ ব্যবহার করতে পারে না বিশ্ববিদ্য়ালয়গুলি।

এমনিতেই মার্চ মাস থেকেই বিশ্ববিদ্য়ালয়গুলির পড়ুয়াদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি পরীক্ষার (vetting) মধ্যে রেখেছিল মার্কিন প্রশাসন। প্যালেস্তিনীয় সমর্থকদের মুখ বন্ধ করতে পরীক্ষা শুরু হয়েছিল। এবার মার্কিন প্রশাসনের দাবি, বিশ্ববিদ্যালয়গুলি ক্যাম্পাসে প্যালেস্তাইন সমর্থক বিক্ষোভ ঠেকাতে ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে প্যালেস্তিনীয় সমর্থন ও ইজরায়েল বিরোধিতার জেরে মার্কিন যাচাই ও পরীক্ষার মুখে পড়েই বন্ধ হয়েছে ভিসার ইন্টারভিউ, অনুমান পড়ুয়াদের।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version