Tuesday, November 4, 2025

মর্মান্তিক! কানাইপুরে উদ্ধার নিখোঁজ নাবালিকার মৃতদেহ, ধর্ষণ ও খুনের মামলা রুজু পুলিশের

Date:

Share post:

অবশেষে দুইদিন নিখোঁজ থাকার পর উদ্ধার হল কানাইপুরের বিশেষ চাহিদাসম্পন্ন ১৩ বছরের এক নাবালিকার মৃতদেহ। বৃহস্পতিবার সকালে নপাড়া এলাকার এক ফাঁকা মাঠ থেকে দেহটি উদ্ধার হয়। এলাকাবাসীর নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায়। এদিকে এই ঘটনায় পুলিশের জালে অভিযুক্ত অসীম মজুমদার। ডানকুনির খরিয়াল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।উত্তরপাড়া থানায় নিয়ে যায়।

ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিবারের সদস্যদের দেহ দেখতে না দেওয়ায় কানাইপুর ফাঁড়িতে ব্যাপক বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, দেহ শনাক্ত করার পরই পরিবারের হাতে তুলে দেওয়া হবে। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণ ও খুনের আশঙ্কা থাকায় সেই ধারায় মামলা রুজু করা হয়েছে।

গত মঙ্গলবার বিকেল চারটের সময় কানাইপুর কলোনির বাসিন্দা ওই নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পাশের এক যুবক। এরপর থেকে সে নিখোঁজ ছিল। ঘটনার পর থেকেই পুলিশ স্নিফার ডগ, ডুবুরি ও জাল ফেলে এলাকায় ব্যাপক তল্লাশি চালায়। ঘটনাস্থলে ছুটে যান পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, ডিসিপি অর্ণব বিশ্বাস, এসিপি আলী রাজা সহ উচ্চপদস্থ পুলিশ কর্তারা। পুরো ঘটনার তদন্তে ইতিমধ্যেই একাধিক টিম গঠন করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে কানাইপুর ও আশপাশের এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

আরও পড়ুন- বিশ্ব পরিবেশ দিবসের আগে গ্রামোন্নয়ন পরিদর্শনে বিশেষ অভিযান, নজরে ‘মিশন নির্মল বাংলা’

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...