Wednesday, November 5, 2025

পঞ্জাব কিংসকে প্রথমবার চ্যাম্পিয়ন করতে চান শ্রেয়স আইয়ার

Date:

দীর্ঘ ১১ বছর পর শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) অধিনায়কত্বে আইপিএলের(IPL) প্লেঅফে পৌঁছেছে পঞ্জাব কিংস। প্লেঅফের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) বিরুদ্ধেই নামবে পঞ্জাব কিংস(PBKS)। তার আগেই নিজের লক্ষ্য নিয়ে মুখ খুললেন শ্রেয়স আইয়ার। গতবার চ্যাম্পিয়ন হলেও এবার তাঁকে কলকাতা নাইট রাইডার্স রাখেনি। পঞ্জাব কিংস যখন তাঁকে নিলাম থেকে দলে তুলে নিয়েছিল, সেই সময়ই নিজের লক্ষ্য স্থির করে ফেলেছিলেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।

এবারের আইপিএলে পঞ্জাব কিংসের(PBKS) প্লেঅফে পৌঁছনোর পিছনে অন্যতম প্রধান নেপথ্য কারিগড় ছিলেন শ্রেয়স আইয়ার। যেমন নেতৃত্বে সকলকে চমকে দিয়েছেন। তেমনই ব্যাট হাতেও দুরন্ত পারফরম্যান্স করেছেন তিনি। প্লেঅফে নামার আগে পঞ্জাবকে চ্যাম্পিয়ন করাই তাঁর প্রধান লক্ষ্য।

এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে একবারও চ্যাম্পিয়ন হয়নি। পঞ্জাবের হাতে সেই ট্রফিটাই তুলে দিতে চান শ্রেয়স আইয়ার। ১১ বছর আগে শেষবার আইপিএলের প্লেঅফে গিয়েছিল পঞ্জাব কিংস। তারপর এবার শ্রেয়স আইয়ারের হাত ধরে ফের একবার প্লে অফে পৌঁছেছে পঞ্জাবের কিংসরা। বিরাট কোহলিদের বিরুদ্ধে নামার আগেই শ্রেয়স আইয়ার নিজের লক্ষ্য নিয়ে কথা বললেন।

তিনি জানিয়েছেন, “যেই মুহূর্তে আমাকে নিলাম থেকে পঞ্জাব কিংস তুলে নিয়েছিল, সেই সময় থেকেই একটা লক্ষ্য স্থির করে ফেলেছিলাম। এখনও পর্যন্ত একবারও পঞ্জাব কিংস আইপিএল চ্যাম্পিয়ন হয়নি। প্রথমবার পঞ্জাবের হয়ে সেই ট্রফিটাই এবার তুলতে চাই। আমি সমর্থকদের গর্বিত হওয়ার একটা সুযোগ দিতে চাই”।

এবারের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন শ্রেয়স আইয়ার। ইতিমধ্যেই ৫১৪ রান করে ফেলেছেন শ্রেয়স আইয়ার। সেই পারফরম্যান্সটাই ধরে রাখতে চান প্লে অফেও। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version