Thursday, August 21, 2025

আগে দিলীপ ঘোষকে সামলান, বিজেপির ট্রেনি সভাপতিকে চ্যালেঞ্জ তৃণমূলের

Date:

একটা বিয়ে করেই সুকান্ত মজুমদারকে শুইয়ে দিয়েছেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)। আগে দিলীপ ঘোষকে সামলান, তৃণমূলকে চ্যালেঞ্জ করবেন তারপর। বিজেপির ট্রেনি সভাপতি সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগে আলিপুরদুয়ারের উন্নয়ন ও ভোটার তালিকা নিয়ে সুকান্ত মজুমদার মুখ খোলায় তাকে পাল্টা নিশানা করল তৃণমূল(TMC)। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, সুকান্ত মজুমদারের ক’টা মুখ। একটা মুখে ভোটার তালিকা নিয়ে কথা বলেন, অন্যদিকে নিজের স্ত্রীয়ের দুটো ভোটার কার্ড। কুণালের সাফ কথা, বাংলা তার প্রাপ্য টাকা চেয়েছে, কোনও ব্যক্তিগত টাকা চাইছে না। আমরা খুব স্পষ্টভাবে সে কথা বলছি। সুকান্ত মজুমদাররা কুৎসা করছেন। বিজেপির ব্যর্থ সভাপতি সুকান্ত মজুমদার। উনি আসার পর থেকে বিজেপি আরও তলানিতে পৌঁছে গিয়েছে। তারপর এখন তো একটা বিয়ে করে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারকে শুইয়ে দিয়েছেন। আগে তো তিনি দিলীপ ঘোষকে সামলান, তারপর তৃণমূলকে চ্যালেঞ্জ করতে আসবেন।

কুণাল(Kunal Ghosh) বলেন, বাম জমানায় অরাজকতা ছিল উত্তরবঙ্গে। যা উন্নয়ন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। দার্জিলিং-ডুয়ার্সে পর্যটক উপচে পড়ছে। উন্নয়ন চলছে। মুখ্যমন্ত্রী বারবার উত্তরের জেলায় যান, প্রশাসনিক বৈঠক করে সমস্তরকমভাবে প্রশাসনিক পরিকাঠামো তৈরি করেছেন। রেলমন্ত্রী থাকাকালীন যা ট্রেন উত্তরবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, তা কেউ দেননি। চা বাগানের শ্রমিকদের সার্বিক কল্যাণ, পারিশ্রমিক বৃদ্ধি, স্বাস্থ্যকেন্দ্র, তাঁদের জীবন-জীবিকা সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। বিজেপির কোনও অবদান নেই। বিজেপি শুধু ভেদাভেদের রাজনীতি করে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছেন। মানুষ তাই বিজেপির পাশ থেকে সরে যাচ্ছে, তৃণমূলের কাছে আসছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version