Sunday, November 9, 2025

আগে দিলীপ ঘোষকে সামলান, বিজেপির ট্রেনি সভাপতিকে চ্যালেঞ্জ তৃণমূলের

Date:

একটা বিয়ে করেই সুকান্ত মজুমদারকে শুইয়ে দিয়েছেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)। আগে দিলীপ ঘোষকে সামলান, তৃণমূলকে চ্যালেঞ্জ করবেন তারপর। বিজেপির ট্রেনি সভাপতি সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগে আলিপুরদুয়ারের উন্নয়ন ও ভোটার তালিকা নিয়ে সুকান্ত মজুমদার মুখ খোলায় তাকে পাল্টা নিশানা করল তৃণমূল(TMC)। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, সুকান্ত মজুমদারের ক’টা মুখ। একটা মুখে ভোটার তালিকা নিয়ে কথা বলেন, অন্যদিকে নিজের স্ত্রীয়ের দুটো ভোটার কার্ড। কুণালের সাফ কথা, বাংলা তার প্রাপ্য টাকা চেয়েছে, কোনও ব্যক্তিগত টাকা চাইছে না। আমরা খুব স্পষ্টভাবে সে কথা বলছি। সুকান্ত মজুমদাররা কুৎসা করছেন। বিজেপির ব্যর্থ সভাপতি সুকান্ত মজুমদার। উনি আসার পর থেকে বিজেপি আরও তলানিতে পৌঁছে গিয়েছে। তারপর এখন তো একটা বিয়ে করে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারকে শুইয়ে দিয়েছেন। আগে তো তিনি দিলীপ ঘোষকে সামলান, তারপর তৃণমূলকে চ্যালেঞ্জ করতে আসবেন।

কুণাল(Kunal Ghosh) বলেন, বাম জমানায় অরাজকতা ছিল উত্তরবঙ্গে। যা উন্নয়ন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। দার্জিলিং-ডুয়ার্সে পর্যটক উপচে পড়ছে। উন্নয়ন চলছে। মুখ্যমন্ত্রী বারবার উত্তরের জেলায় যান, প্রশাসনিক বৈঠক করে সমস্তরকমভাবে প্রশাসনিক পরিকাঠামো তৈরি করেছেন। রেলমন্ত্রী থাকাকালীন যা ট্রেন উত্তরবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, তা কেউ দেননি। চা বাগানের শ্রমিকদের সার্বিক কল্যাণ, পারিশ্রমিক বৃদ্ধি, স্বাস্থ্যকেন্দ্র, তাঁদের জীবন-জীবিকা সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। বিজেপির কোনও অবদান নেই। বিজেপি শুধু ভেদাভেদের রাজনীতি করে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছেন। মানুষ তাই বিজেপির পাশ থেকে সরে যাচ্ছে, তৃণমূলের কাছে আসছে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version