Sunday, November 2, 2025

রোহিত শর্মা(Rohit Sharma) পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব উঠেছে এবার শুভমন গিলের(Shubman Gill) কাঁধে। সেই সময়ই মনের কথা আর চেপে রাখতে পারেননি ভারতীয় দলের আরেত তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজার(Ravindra Jadeja)। না ক্ষোভ নেই, তবে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হওয়ার ইচ্ছা যে রবীন্দ্র জাদেজার(Ravindra Jadeja) মনের মধ্যে এখনও রয়েছে তা কার্যত স্পষ্ট। সেই কথাই এক সময়ের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে জানিয়ছেন স্যার জাড্ডু।

রোহিত শর্মা, বিরাট কোহলির(Virat Kohli) পর এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারের নাম রবীন্দ্র জাদেজা। নেতৃত্ব পাওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেন রবীন্দ্র জাদেজা। সরাসরি না বললেও রোহিত পরবর্তী অধিনায়ক হওয়ার ক্ষেত্রে যে খানিকটা হলেও আশাবাদী ছিলেন জাদেজা তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে আশাহতও হয়েছেন তিনি।

ভারতীয় দলের হয়ে সবই পেয়েছেন তিনি। জাদেজার প্রাপ্তির তালিকাকে শুধু একটাই জিনিস অধরা রয়েছে। আর তা হল ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব। এখনও পর্যন্ত কখনোই ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব করতে দেখা যায়নি তাঁকে।

অশ্বিনকেই সেই কথা জানিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। তিনি জানিয়েছেন, “একটাই স্বপ্ন অধরা রয়েছে। সেটা হল টেস্ট অধিনায়কত্ব। আমি সবকিছুই প্রায় পেয়েছি, শুধুমাত্র ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব হওয়াটা বাদ দিয়ে”।

জাদেজা আরও জানিয়েছেন, নেতৃত্ব এমন একটা জিনিস, “যেটা সময়ের সঙ্গে সঙ্গে শিখতে হয়। তবে আমি বিশ্বাস করি যে একজন অভিজ্ঞ ক্রিকেটার সবসময়ই ম্যাচের পালস বুঝতে পারে”।

জাদেজার এমন মন্তব্য যে অনেক কিছুই ইঙ্গিত দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সরাসরি না বললেও, শুভমন গিলের অধিনায়ক হওয়ার ব্যপারটা যে জাদেজা খুব একটা ভাল ভাবে নেননি তা বলাই যায়। যদিও রবীন্দ্র জাদেজার অধিনায়ক হিসাবে রেকর্ড কিন্তু খুব একটা ভাল নয়। দুই মরসুম আগে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হয়েছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু সেখানে সাফল্য পাননি তিনি।

Related articles

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...
Exit mobile version