Friday, November 14, 2025

দলের নির্দেশের পরেই ক্ষমা চাইলেন অনুব্রত, শনিবার থানায় তলব

Date:

Share post:

অনুব্রত মণ্ডলের অশ্রাব্য ভাষা নিয়ে তৃণমূলের কড়া নির্দেশের পরেই লিখিতভাবে ক্ষমা চাইলেন বীরভূমের নেতা তথা তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বোলপুরের IC-কে ফোনে অশ্রাব্য-কদর্য ভাষায় গালিগালাজ করায় ৪ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় তৃণমূল (TMC)। তার পরেই চিঠি লিখে ক্ষমা চাইলেন অনুব্রত। এদিন তাঁর বিরুদ্ধে থানায় দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে শনিবার থানায় হাজিরা দিতে নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। অডিও ক্লিপে বোলপুর থানার আইসি-কে অশ্রাব্য-কদার্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায় অনুব্রত মণ্ডলকে। এর তীব্র নিন্দা করে তৃণমূলে জানায়, “অনুব্রত মণ্ডল একজন পুলিশ কর্তার বিরুদ্ধে যে অবমাননাকর মন্তব্য করেছেন, তার সঙ্গে দল একেবারই সহমত নয়। এই মন্তব্যকে দল সমর্থন করছে না। আমরা তাঁর অপমানজনক ও অগ্রহণযোগ্য- অশ্রাব্য ভাষার তীব্র নিন্দা জানাচ্ছি। দল তাঁকে নির্দেশ দিচ্ছে, তিনি যেন আগামী চার ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চান। অন্যথায় তাঁর বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হবে।“

শীর্ষ নেতৃত্বের ক্ষমা চাওয়ার নির্দেশ পাওয়ার পরেই চিঠি লিখে দুঃখপ্রকাশ করেন বীরভূমের তৃণমূল নেতা। চিঠিতে অনুব্রতর লেখেন,
”পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ পুলিশকর্মী থেকে একজন বড় অফিসার সবাই দিদির কাছের মানুষ। তাদের অপমান করার কথা ভাবতে পারিনা। সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত। দিদির পুলিশের কাছে আমি একবার কেন, ১০০ বার ক্ষমা চাইতে পারি। আসলে আমি নানা রকম ওষুধ খায় এবং দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনও অভিযোগ করলে মাথা গরম হয়ে যায়। সত্যি আমি দুঃখিত।”

অডিও ভাইরাল হওয়া নিয়েও চক্রান্তের ইঙ্গিত দিয়েছেন অনুব্রত (Anubrata Mondal)। লেখেন, ”কিন্তু আপনাদের ভাবতে হবে তিনটি মহকুমা বোলপুর, সিউড়ি, রামপুরহাটে বিশাল মানুষের মহামিছিল দেখে কারা ভয় পেল? বিজেপি কিকরে আমার আর আমাদের বোলপুরের আইসিকে গালমন্দর ফুটেজ পেল? কে দিল? কোন চক্রান্ত নেই তো?” তবে, চিঠির শেষে তিনি লেখেন, ”তবুও আমি বলছি কোনও পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’

এই বিষয় নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, যে অপভাষায় অনুব্রত মণ্ডল কথা বলেছেন সেটার নিন্দা করছি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারেন। কিন্তু তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের টেনে এই ধরনের মন্তব্য কোনও ভাবেই সমর্থন করা যায়নি। আমরা তাঁর আত্মীয়দের কাছে দুঃখপ্রকাশ করছি। একই সঙ্গে কুণাল জানান, যে বিবৃতি অনুব্রত দিয়েছেন, দল খতিয়ে দেখছে। আর পুলিশ যে পদক্ষেপ করছে সে বিষয়ও দলের তরফে কিছু মন্তব্য করব না।

ক্ষমা চেয়ে নিলেও মৌখিক আক্রমণের জেরে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বোলপুর থানায় এফআইআর দায়ের হয়েছে। শুক্রবার, বোলপুরের দলীয় কার্যালয়ে নোটিশ পাঠানো হয়েছে। শনিবার তাঁকে বোলপুর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...