অনুব্রত মণ্ডলের অশ্রাব্য ভাষা নিয়ে তৃণমূলের কড়া নির্দেশের পরেই লিখিতভাবে ক্ষমা চাইলেন বীরভূমের নেতা তথা তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বোলপুরের IC-কে ফোনে অশ্রাব্য-কদর্য ভাষায় গালিগালাজ করায় ৪ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় তৃণমূল (TMC)। তার পরেই চিঠি লিখে ক্ষমা চাইলেন অনুব্রত। এদিন তাঁর বিরুদ্ধে থানায় দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে শনিবার থানায় হাজিরা দিতে নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। অডিও ক্লিপে বোলপুর থানার আইসি-কে অশ্রাব্য-কদার্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায় অনুব্রত মণ্ডলকে। এর তীব্র নিন্দা করে তৃণমূলে জানায়, “অনুব্রত মণ্ডল একজন পুলিশ কর্তার বিরুদ্ধে যে অবমাননাকর মন্তব্য করেছেন, তার সঙ্গে দল একেবারই সহমত নয়। এই মন্তব্যকে দল সমর্থন করছে না। আমরা তাঁর অপমানজনক ও অগ্রহণযোগ্য- অশ্রাব্য ভাষার তীব্র নিন্দা জানাচ্ছি। দল তাঁকে নির্দেশ দিচ্ছে, তিনি যেন আগামী চার ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চান। অন্যথায় তাঁর বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হবে।“
শীর্ষ নেতৃত্বের ক্ষমা চাওয়ার নির্দেশ পাওয়ার পরেই চিঠি লিখে দুঃখপ্রকাশ করেন বীরভূমের তৃণমূল নেতা। চিঠিতে অনুব্রতর লেখেন,
”পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ পুলিশকর্মী থেকে একজন বড় অফিসার সবাই দিদির কাছের মানুষ। তাদের অপমান করার কথা ভাবতে পারিনা। সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত। দিদির পুলিশের কাছে আমি একবার কেন, ১০০ বার ক্ষমা চাইতে পারি। আসলে আমি নানা রকম ওষুধ খায় এবং দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনও অভিযোগ করলে মাথা গরম হয়ে যায়। সত্যি আমি দুঃখিত।”
অডিও ভাইরাল হওয়া নিয়েও চক্রান্তের ইঙ্গিত দিয়েছেন অনুব্রত (Anubrata Mondal)। লেখেন, ”কিন্তু আপনাদের ভাবতে হবে তিনটি মহকুমা বোলপুর, সিউড়ি, রামপুরহাটে বিশাল মানুষের মহামিছিল দেখে কারা ভয় পেল? বিজেপি কিকরে আমার আর আমাদের বোলপুরের আইসিকে গালমন্দর ফুটেজ পেল? কে দিল? কোন চক্রান্ত নেই তো?” তবে, চিঠির শেষে তিনি লেখেন, ”তবুও আমি বলছি কোনও পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’

ক্ষমা চেয়ে নিলেও মৌখিক আক্রমণের জেরে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বোলপুর থানায় এফআইআর দায়ের হয়েছে। শুক্রবার, বোলপুরের দলীয় কার্যালয়ে নোটিশ পাঠানো হয়েছে। শনিবার তাঁকে বোলপুর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
–
–
–
–
–
–
–
–