Wednesday, November 5, 2025

ইংল্যান্ডের বাজবল ক্রিকেটই আত্মবিশ্বাস যোগাচ্ছে বুমরাকে

Date:

আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারতীয় দল(India Test Team)। এই সিরিজ দিয়েই আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। সেখানেই ইংল্যান্ডের পিচ, পরিবেশ থেকে এখন অন্যতম চর্চার বিষয় হল বাজবল(Bazball) ক্রিকেট। টেস্টে অতি আক্রমণাত্মক ব্যাটিংই এখন ইংল্যান্ডের স্পেশ্যালিটি। তবে ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah) কিন্তু ইংল্যান্ডের বাজবল(Bazball) ক্রিকেট নিয়ে একেবারেই চিন্তিত নন।

বরং ইংল্যান্ডের এই নতুন ধরনের টেস্ট ক্রিকেটটা নাকি পুরোপুরি এখনও বুঝতেই পারেনন না বুমরাহ(Jasprit Bumrah)। যদিও এই ধরণের ক্রিকেটে যে ভারতীয় পেসাররা খানিকটা হলেও সুবিধাই পাবেন তা বুমরার কথাতেই স্পষ্ট। জসপ্রীত বুমরার(Jasprit Bumrah) মতে এই ধরণের ক্রিকেট খেলাটা প্রতিপক্ষ বোলারদেরই বরং বেশি সুবিধা করে দেয়। সরাসরি না বললেও, বুমরাহ যে ইংল্যান্ডের বাজবল(Bazball) ক্রিকেটের সম্পূর্ণ সুবিধা তুলতে প্রস্তুত রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

জসপ্রীত বুমরাহ মাইকেল ক্লার্কের একটি অনুষ্ঠানে গিয়ে জানিয়েছেন, এই মুহূর্তে ইংল্যান্ড যে নতুন ধরণের টেস্ট খেলছে তা কিন্তু আমার কাছে বেশ আকর্ষণীয়। তবে সেই পদ্ধতিটা কিন্তু আমি আবার পুরোপুরি বুঝতেও পারি না। তবে কোনও ব্যাটিং লাইনআপ যদি অতি আক্রমণাত্মক ক্রিকেট খেলে সেই সময় আমাদের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। কারণ রান যেমন হবে, তেমন যখন চখন সে আউটও হয়ে ফিরে যাবে।

ইংল্যান্ড বনাম ভারত টেস্ট ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। বিরাট, রোহিত হীন এই প্রথম টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। অধিনায়ক আবার শুভমন গিল। জসপ্রীত বুমরাহ এই মুহূর্তে দলে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। ব্রিটিশদের বিরুদ্ধে কঠিন পরীক্ষা এবার গৌতম গম্ভীর সহ গোটা ভারতীয় দলের। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছে সকলে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version