Sunday, November 9, 2025

মনোনয়ন জমা দিয়ে নারীর ক্ষমতায়নের জন্য দলনেত্রীকে ধন্যবাদ আলিফার

Date:

মনোনয়ন জমা দিয়ে নারীর ক্ষমতায়নের জন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ জানালেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল (TMC) প্রার্থী আলিফা আহমেদ (Alifa Ahamed)। শুক্রবার, দলের কর্মী সমর্থকদের দিয়ে মনোনয়ন জমা দিতে যান তিনি। তাঁকে ঘিরে তৃণমূলের নেতা-কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

কালীগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ গত ফেব্রুয়ারি মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। নির্বাচন কমিশন ১৯ জুন কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচনের কথা ঘোষণা করে। এর পরেই কালীগঞ্জ বিধানসভা আসনে দলীয় প্রার্থী হিসেবে প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের বড় মেয়ে আলিফা আহমেদের নাম ঘোষণা করে। এদিন ছিল তৃণমূলের প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার দিন।

নাসিরুদ্দিন আহমেদ ওরফে লাল সাহেবের পলাশীর মীরা বাজারের বাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে কালীগঞ্জ বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যান তৃণমূল প্রার্থী আলিফা। তৃণমূল কর্মী-সমর্থকদের আবির খেলা, বাজনা ফাটানো দেখে তৃণমূল নেতৃত্ব উৎফুল্ল হয়ে বলেন, এতো নির্বাচন হওয়ার আগেই তৃণমূল প্রার্থী মানুষের আবেগে জিতে গিয়েছেন।
আরও খবরজাকার্তায় গান্ধী মূর্তিতে শ্রদ্ধা অভিষেকের, PBNU চেয়ারম্যানকে বাংলায় আমন্ত্রণ

মনোনয়ন জমা দেওয়ার পরে তৃণমূল প্রার্থী আলিফা (Alifa Ahamed) সাংবাদিকদের জানান, কর্মীদের এই আবেগে উচ্ছ্বাস দেখে তিনি নির্বাচনে জয়ের ব্যাপারে ভীষণ আশাবাদী। জেতার পরে আগে তিনি বাবার অসমাপ্ত কাজগুলিই আগে সম্পূর্ণ করবেন। তাঁর কথায়, তৃণমূল যেভাবে নারী ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে তাতে তিনি আপ্লুত। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যেই তাকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রার্থী করেছেন। এর জন্য তৃণমূল সুপ্রিমোকে ধন্যবাদ জানান আলিফা।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version