বিদেশের মাটিতেও ভারতের মনীষীদের শ্রদ্ধা জানাতে ভোলেন না তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। পাকিস্তানের সন্ত্রাসবাদ আর অপারেশন সিন্দুরের সাফল্যের কথা বিশ্ববাসীকে জানাতে বিভিন্ন দেশে যাচ্ছে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল। সেই দলে রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক। জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরের পরে ইন্দোনেশিয়ায় রয়েছেন অভিষেকরা। সেখানেই শুক্রবার মহাত্মা গান্ধী মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান তিনি। নাহদলতুল উলামা এক্সিকিউটিভ বোর্ডের (PBNU) চেয়ারম্যানকে ভারতে এসে রাজ্যে আসার আমন্ত্রণ জানা অভিষেক।
পাকিস্তানের সন্ত্রাসবাদের মুখোশ খুলতে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে বিভিন্ন দেশে সফর করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন জাকার্তায় মহাত্মা গান্ধী মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানা অভিষেক। পরে গান্ধী মেমোরিয়াল স্কুল পরিদর্শন করেন ও গান্ধী সেবা লোক অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
জাপান দিয়ে এই সফর শুরু করছে ভারতীয় প্রতিনিধি দল। এরপর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া ও সিঙ্গাপুর সফর করবে এই দল। টোকিওতেও জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় প্রতিনিধি দলের যাত্রা।
এদিন নাহদলতুল উলামা এক্সিকিউটিভ বোর্ডের (PBNU) চেয়ারম্যান কে এইচ উলিল আবশর আবদাল্লাকে বাংলায় আসার আমন্ত্রণ জানান অভিষেক। তিনি বলেন, ভারতে এলো অবশ্যই পশ্চিমবঙ্গে আসবেন।
এর আগে টোকিতে গিয়েও কলকাতার দুর্গাপুজোয় আমন্ত্রণ জানান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “টোকিও-তে এসে এঁদের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগছে। আমি সবাইকে দুর্গাপুজোয় আসার জন্য অনুরোধ জানিয়েছি, আবেদন জানিয়েছি।“
–
–
–
–
–
–
–
–