Tuesday, November 4, 2025

জাকার্তায় গান্ধী মূর্তিতে শ্রদ্ধা অভিষেকের, PBNU চেয়ারম্যানকে বাংলায় আমন্ত্রণ

Date:

বিদেশের মাটিতেও ভারতের মনীষীদের শ্রদ্ধা জানাতে ভোলেন না তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। পাকিস্তানের সন্ত্রাসবাদ আর অপারেশন সিন্দুরের সাফল্যের কথা বিশ্ববাসীকে জানাতে বিভিন্ন দেশে যাচ্ছে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল। সেই দলে রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক। জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরের পরে ইন্দোনেশিয়ায় রয়েছেন অভিষেকরা। সেখানেই শুক্রবার মহাত্মা গান্ধী মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান তিনি। নাহদলতুল উলামা এক্সিকিউটিভ বোর্ডের (PBNU) চেয়ারম্যানকে ভারতে এসে রাজ্যে আসার আমন্ত্রণ জানা অভিষেক।

পাকিস্তানের সন্ত্রাসবাদের মুখোশ খুলতে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে বিভিন্ন দেশে সফর করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন জাকার্তায় মহাত্মা গান্ধী মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানা অভিষেক। পরে গান্ধী মেমোরিয়াল স্কুল পরিদর্শন করেন ও গান্ধী সেবা লোক অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।এই বিষয় নিয়ে স্যোশাল মিডিয়ায় অভিষেক (Abhishek Bandyopadhyay) লেখেন, ”আজ, জাকার্তায় গান্ধী মেমোরিয়াল ইন্টারকন্টিনেন্টাল স্কুল পরিদর্শন এবং জাতির পিতার মূর্তিতে শ্রদ্ধা নিবেদনের সৌভাগ্য আমার হয়েছে। গান্ধী সেবা লোক অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্যদের সাথেও আমাদের মনোমুগ্ধকর মতবিনিময় হয়েছে। গান্ধীজির সত্য, অহিংসা ও সহনশীলতার বার্তা মানবতার জন্য একটি পথপ্রদর্শক আলো যা আমাদের মনে করিয়ে দেয় যে শক্তি নয়, নৈতিক সাহসই প্রকৃত নেতৃত্বকে সংজ্ঞায়িত করে। ক্রমবর্ধমান সংঘাতের ছায়ায় আচ্ছন্ন বিশ্বে তাঁর আদর্শ আমাদের কেবল সান্ত্বনাই নয়, দিক নির্দেশ করে।”

জাপান দিয়ে এই সফর শুরু করছে ভারতীয় প্রতিনিধি দল। এরপর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া ও সিঙ্গাপুর সফর করবে এই দল। টোকিওতেও জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় প্রতিনিধি দলের যাত্রা।

এদিন নাহদলতুল উলামা এক্সিকিউটিভ বোর্ডের (PBNU) চেয়ারম্যান কে এইচ উলিল আবশর আবদাল্লাকে বাংলায় আসার আমন্ত্রণ জানান অভিষেক। তিনি বলেন, ভারতে এলো অবশ্যই পশ্চিমবঙ্গে আসবেন।

এর আগে টোকিতে গিয়েও কলকাতার দুর্গাপুজোয় আমন্ত্রণ জানান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “টোকিও-তে এসে এঁদের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগছে। আমি সবাইকে দুর্গাপুজোয় আসার জন্য অনুরোধ জানিয়েছি, আবেদন জানিয়েছি।“

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version