Thursday, August 21, 2025

মেহতাব সিং কি মোহনবাগানে(MBSG) আসবেন? উত্তরটা এখনও পর্যন্ত হ্যাঁ না হলেও, তাঁর আসার সম্ভাবনা যে একেবারেই নেই তা কিন্তু বলা যায় না। মেহতাব সিংকে(Mehtab Singh) নেওয়ার চেষ্টা এখনও পর্যন্ত চলছে মোহনবাগানের(MBSG) তরফে। এই মুহূর্তে মুম্বই সিটি এফসির সঙ্গে মেহতাব সিংকে(Mehtab Singh) নিয়ে চলছে দর কষাকষি। শেষপর্যন্ত মোহনবাগান শিবিরে এই তারকা ফুটবলারকে দেখা যায় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।

শোনা যাচ্ছে আসন্ন মরসুমের আগে নিজেদের রক্ষণকে আরও মজবুত করতে চাইছে মোহনবাগান সুপারজায়ান্টস(MBSG)। সেই লক্ষ্যেই মেহতাব সিংয়ের(Mehtab Singh) মতো একজন সেন্টার ব্যাক যে একেবারে যথাযথ তা বলার অপেক্ষা রাখে না। সেই মতো কথাবার্তাও শুরু হয়েছে। কিন্তু সমস্যা একটাই জায়গাতে। আর চা হল মুম্বই সিটি এফসির সঙ্গে মেহতাব সিংয়ের চুক্তি।

তাঁর সঙ্গে এখনও চুক্তি রয়েছে মুম্বই সিটি এফসির। মেহতাবকে আনতে হলে ট্রান্সফার ফি দিতে হবে মোহনবাগান সুপারজায়ান্টসকে। সেখানেই মুম্বই সিটি এফসি যে ট্রান্সফার ফি চাইছে, সেটাই আবার দিতে চাইছে না মোহনবাগান ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে অনেকটাই বেশি নাকি ট্রান্সফার ফি চাইছে মুম্বই।

মাঝে শোনা গিয়েছিল মোহনবাগান নাকি হাল ছেড়ে দিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তেমনটা কিছুই বলে শোনা যাচ্ছে। এখনও নাকি কথাবার্তা চালিয়ে যাচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড। চলছে দর কষাকষিও। মোহনবাগান যে ট্রান্সফার ফি দিতে চাইছে, তাতে যদি মুম্বই সিটি এফসি রাজি হয়ে যায় তাহলে মেহতাব সিংকে এবার সবুজ-মেরুন জার্সিতে দেখা যেতেই পারে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version