Thursday, August 21, 2025

সরকারি কাজে বা আধিকারিকদের যথেচ্ছ ব্যয়ে দীর্ধদিন ধরে লাগাম টেনে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক নীতি বারবার তারই প্রতিফলন দেখিয়েছে। এবার রাজ্য সরকার রাজ্যের স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সৌরশক্তি (solar cooker) ব্যবহার করে মিড-ডে মিল (mid-day meal) রান্নার পরিকল্পনা নেওয়া হয়েছে। দমদম পার্কের একটি স্কুলে পরীক্ষামূলক ভাবে এই উদ্যোগ নেওয়া হয়। সেই সাফল্যের উপর ভিত্তি করেই রাজ্যের অন্যান্য স্কুলে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে রাজ্যের অচিরাচরিত ও পূনর্ব্যবহার যোগ্য শক্তি দফতরের সচিব বরুণ কুমার রায় জানান।

সাড়ে তিন হাজার  স্কুল ও এক হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবার থেকে অচিরাচরিত শক্তি (unconventional energy) ব্যবহার করে দূষণ নিয়ন্ত্রণের পাশপাশি জ্বালানি খাতেও বহু অর্থ সাশ্রয় করা যাবে বলে রাজ্য সরকার আশাবাদী। সচিব আরও জানান, আগামী দুই মাসের মধ্যে রাজ্যের খসড়া পুণর্ব্যবহারযোগ্য শক্তি (renewable energy) নীতি প্রকাশ করা হবে।

তিনি বলেন, শিল্প ও গৃহস্থালির ক্ষেত্রে এখনও কার্বন নির্গমণকারী শক্তির উপর নির্ভরতা রয়ে গিয়েছে। যেটা থেকে সরে এসে সবুজ শক্তির (unconventional energy) দিকে যাওয়া অত্যন্ত জরুরি। যদিও এই রূপান্তর ব্যয়বহুল, তবে ভবিষ্যতের জন্য তা অপরিহার্য।

তবে রাজ্যের পুণর্বব্যহারযোগ্য শক্তি নীতি নেওয়া হলে অন্যত্রও এই সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ার ইঙ্গিত দফতরের সচিবে। কলকাতা পুরসভার (Kolkata Corporation) রাস্তার আলোও ধাপে ধাপে সৌরশক্তিচালিত করার পরিকল্পনা রয়েছে, যা পুরসভার বার্ষিক ৩৫০ কোটি টাকার বিদ্যুৎ খরচ অনেকটাই কমাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version