Sunday, November 16, 2025

বিদ্যুতের খরচ কমাতে সৌরশক্তি, সুফল পাবে মিড-ডে মিল প্রকল্প

Date:

সরকারি কাজে বা আধিকারিকদের যথেচ্ছ ব্যয়ে দীর্ধদিন ধরে লাগাম টেনে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক নীতি বারবার তারই প্রতিফলন দেখিয়েছে। এবার রাজ্য সরকার রাজ্যের স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সৌরশক্তি (solar cooker) ব্যবহার করে মিড-ডে মিল (mid-day meal) রান্নার পরিকল্পনা নেওয়া হয়েছে। দমদম পার্কের একটি স্কুলে পরীক্ষামূলক ভাবে এই উদ্যোগ নেওয়া হয়। সেই সাফল্যের উপর ভিত্তি করেই রাজ্যের অন্যান্য স্কুলে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে রাজ্যের অচিরাচরিত ও পূনর্ব্যবহার যোগ্য শক্তি দফতরের সচিব বরুণ কুমার রায় জানান।

সাড়ে তিন হাজার  স্কুল ও এক হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবার থেকে অচিরাচরিত শক্তি (unconventional energy) ব্যবহার করে দূষণ নিয়ন্ত্রণের পাশপাশি জ্বালানি খাতেও বহু অর্থ সাশ্রয় করা যাবে বলে রাজ্য সরকার আশাবাদী। সচিব আরও জানান, আগামী দুই মাসের মধ্যে রাজ্যের খসড়া পুণর্ব্যবহারযোগ্য শক্তি (renewable energy) নীতি প্রকাশ করা হবে।

তিনি বলেন, শিল্প ও গৃহস্থালির ক্ষেত্রে এখনও কার্বন নির্গমণকারী শক্তির উপর নির্ভরতা রয়ে গিয়েছে। যেটা থেকে সরে এসে সবুজ শক্তির (unconventional energy) দিকে যাওয়া অত্যন্ত জরুরি। যদিও এই রূপান্তর ব্যয়বহুল, তবে ভবিষ্যতের জন্য তা অপরিহার্য।

তবে রাজ্যের পুণর্বব্যহারযোগ্য শক্তি নীতি নেওয়া হলে অন্যত্রও এই সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ার ইঙ্গিত দফতরের সচিবে। কলকাতা পুরসভার (Kolkata Corporation) রাস্তার আলোও ধাপে ধাপে সৌরশক্তিচালিত করার পরিকল্পনা রয়েছে, যা পুরসভার বার্ষিক ৩৫০ কোটি টাকার বিদ্যুৎ খরচ অনেকটাই কমাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version