Saturday, November 8, 2025

হার্ভার্ডে বিদেশি পড়ুয়া ভর্তিতে বিধিনিষেধ নয়, ট্রাম্প সরকারকে নির্দেশ মার্কিন আদালতের

Date:

Share post:

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে (Harvard University) বিদেশি ছাত্র ভর্তি (Foreign Student) এবং স্টুডেন্টস ভিসা দেওয়ার ব্যাপারে নাক গলাতে পারবে না মার্কিন সরকার, স্পষ্ট নির্দেশ আমেরিকার আদালতের। গত কয়েকদিন ধরে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সরকারের এক অলিখিত যুদ্ধ চলছে। কখনও বিশ্ববিদ্যালয়ের অনুদান বন্ধ করছেন প্রেসিডেন্ট, আবার কখনও প্যালেস্টাইনের হামলার প্রতিবাদে শিক্ষাঙ্গনে বিক্ষোভ- সমাবেশের অভিযোগ তুলে হার্ভার্ডকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়েছে নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। বৃহস্পতিবার হোমল্যান্ড সিকিওরিটি (Homeland security) ও বিদেশ দফতরকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভিসা দেওয়ার নিয়মে অনির্দিষ্ট কালের জন্য কোনও পরিবর্তন না করার নির্দেশ দিয়েছেন ডিসট্রিক্ট কোর্টের বিচারক অ্যালিসন বুরোস (Alison Burrows,District Court Judge)।

মে মাসে তৃতীয় সপ্তাহে বিদেশি ছাত্রদের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে বিধিনিষেধ আরোপ করেছিল ডোনাল্ড ট্রাম্পের সরকার। সাফাই হিসেবে জানানো হয়েছিল, দেশের নিরাপত্তা নিয়ে তদন্তকারীদের সিদ্ধান্তের জেরেই বিশ্ববিদ্যালয়ের উপর নাকি এই কোপ। হার্ভার্ড কর্তৃপক্ষতা মেনে নিতে পারেনি। এরপর জল গড়ায় আদালত পর্যন্ত। সরকারি সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হয়। যদিও তাতে একেবারে দমে যাননি মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার আদালতের নির্দেশ আসার পর ট্রাম্পের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে সূত্রের খবর, ডিসট্রিক্ট কোর্টের নির্দেশ মতো আগামী এক মাসের জন্য বিদেশি ছাত্র ভর্তি এবং স্টুডেন্টস ভিসা নীতিতে কোনও রকম হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছে নেওয়া হয়েছে ওভাল অফিসের তরফ থেকে।

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...