Tuesday, August 26, 2025

চার বছর ধরে টাকা দেয়নি কেন্দ্র। শুধু মুখে বড়াই আর বাংলার সঙ্গে বঞ্চনা। বাংলায় এসে প্রধানমন্ত্রী কুৎসা-অপপ্রচার করে গিয়েছেন। তাঁর সেই কুৎসার জবাব উন্নয়নের তথ্য-পরিসংখ্যানেই (facts and figures) দিল তৃণমূল। ফের একবার তথ্য পেশ করে তৃণমূল কংগ্রেস জানিয়ে দিল, বাংলায় উন্নয়ন হচ্ছে, এখানে বিজেপির কোনও ঠাঁই নেই। ওরা কুৎসা করুক, আমরা থাকব উন্নয়নেই।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিল, কেন্দ্রের বিজেপি সরকার বাংলা থেকে সব রাজস্ব (revenue) নিয়ে যায়, আর বাংলার মানুষকে বঞ্চনা করে। তারপর মুখে বড় বড় কথা, কাজে শূন্য। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন, তা করেন। পরিসংখ্যান দিয়ে তৃণমূল জানিয়েছে, বিজেপি একশো দিনের কাজের প্রাপ্য বকেয়া দেয়নি। বাংলার শ্রমিকদের সঙ্গে বঞ্চনা করেছে। আমরা শ্রমিকদের প্রাপ্য বকেয়া মিটিয়েছি। তাদের জন্য কর্মশ্রী প্রকল্প শুরু করেছি। সেই কর্মশ্রী প্রকল্পে ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শ্রমিকরা কেউ ৫০ দিন, কেউ কেউ ৬০ দিনের কাজও পেয়েছেন।

মুখ্যমন্ত্রীর উদ্যোগে লক্ষ লক্ষ মানুষ কাজ পেয়েছেন। শুধু তাই নয়, সামাজিক সুরক্ষা প্রকল্পের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১২০০ কোটি টাকারও বেশি সহায়তা দেওয়া হয়েছে। মানুষের মানুষের ঘরে তা পৌঁছে দিয়ে আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করছে বাংলার মা-মাটি-মানুষের সরকার। এর মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, খাদ্যসাথী, সবুজসাথী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, তরুণের স্বপ্ন, জয় জোহার, তফসিলি বন্ধু, কৃষক বন্ধু, বাংলা শস্যবিমা, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা-সহ অন্যান্য প্রকল্প। এছাড়া দক্ষিণেশ্বর, কালীঘাট, জল্পেশ মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঐকান্তিক উদ্যোগে নির্মিত হয়েছে অত্যাধুনিক স্কাইওয়াক।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version