Wednesday, November 12, 2025

মনোনয়ন পর্ব সেরে প্রচারে নেমে পড়েছেন প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ওরফে লালসাহেবের কন্যা আলিফা আহমেদ। কালীগঞ্জ বিধানসভার প্রতিটি অঞ্চল চষে বেড়াচ্ছেন তিনি। লক্ষ্য, ভোটের ব্যবধান যতটা সম্ভব বাড়ানো। তাঁর প্রচারে স্পষ্ট বার্তা, কংগ্রেসকে ভোট মানেই বিজেপিকে পরোক্ষভাবে শক্তি জোগানো।

আলিফার দাবি, “দেশজুড়ে একমাত্র তৃণমূল কংগ্রেসই বিজেপির বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়েছে। কংগ্রেস সে সুযোগ পেয়েও বারবার ব্যর্থ হয়েছে। এমনকি অনেক জায়গায় কংগ্রেসের উপস্থিতিই বিজেপিকে সুবিধা দিয়েছে।”

কালীগঞ্জ বরাবরই তৃণমূলের ঘাঁটি। প্রয়াত লালসাহেবের জনপ্রিয়তা এখনও মানুষের মনে অটুট। সেই আবেগ এবং রাজনৈতিক পরিমণ্ডলে আলিফা আহমেদ হয়ে উঠেছেন নতুন মুখ, যাঁর উপর আস্থা রেখেছে দলীয় শীর্ষ নেতৃত্ব। কর্পোরেট দুনিয়া থেকে রাজনীতিতে আসা আলিফা মহুয়া মৈত্রর ছায়ায় অনুপ্রাণিত, আর তারই প্রতিফলন দেখা যাচ্ছে তাঁর তৎপরতায় ও জনসংযোগে।

শনিবার আলিফা দেবগ্রামের হাটগাছা অঞ্চলে সকালবেলায় প্রচার সারেন। সঙ্গে ছিলেন কালীগঞ্জ ব্লক সভাপতি দেবব্রত মজুমদার, অঞ্চল সভাপতি জাকির হোসেন, নদিয়া জেলা পরিষদের সদস্য সাইদুল্লাহ শেখ-সহ অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ। বিকেল ও সন্ধ্যায় তিনি বাড়ি-বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তুলে ধরেন দলীয় বার্তা ও নিজের অবস্থান।

দলের কর্মীরা বলছেন, প্রচারে অভূতপূর্ব সাড়া মিলছে। ১৯ জুনের উপনির্বাচনে ভোটগ্রহণ এবং ২৩ জুনের ফলপ্রকাশ— এই দুই দিনই কালীগঞ্জের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। আর এখনই আভাস মিলছে, তৃণমূল কংগ্রেস ফের বিজয়ীর হাসি হাসতে চলেছে।

আরও পড়ুন – অন্ধকারে দাঁতালের হামলা! নবজাতকসহ একই পরিবারের তিনজনের মৃত্যু

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version