জয়ের উৎসবে বলি ২, প্যারিস জুড়ে চলল তাণ্ডব

Date:

Share post:

প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ(Champions League) চ্যাম্পিয়ন হয়েছে প্যারি সাঁজা(PSG)। গোটা প্যারিস(Paris) জুড়ে এক বর্ণময় উৎসব দেখার অপেক্ষায় ছিল গোটা বিশ্ব। কিন্তু সেই উৎসবই পরিণত হল এক উন্নত্ত উল্লাসে। জয়ের উল্লাসে বয়ে গেল অঝোরে রক্ত। তারই বলি দুই সাধারণ জনগন। কার্যত প্যারিস সহ ফ্রান্সের(France) নানান শহরে জুড়ে চূড়ান্ত বিশৃঙ্খলা(Disorder)। পুড়ল গাড়ি, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে নামাতে হয়েছে বিরাট পুলিশ বাহিনী। ভয়াবহ আহত হয়ে কোমায় এক পুলিশ আধিকারিকও।

ফ্রান্সের(France) ফুটবলে এমন হিংসা নতুন কিছু নয়। এর আগেও অন্যান্য দেশে পিএসজি সমর্থকদের গিয়ে তাণ্ডব সকলে দেখেছে। কিন্তু নিজের দেশেই সেলিব্রেশন করতে গিয়ে এমনটা করবে তারা তা হয়ত কেউই ভাবেনি। দুজন প্রাণ হারানোর পাশাপাশি কোমায় চলে গিয়েছেন এক পুলিশ আধিকারিকও। গোটা শহর জুড়ে কার্যত বিশৃঙ্খলা। গাড়ি পোড়ানো থেকে দোকান, রেস্তোঁরা ভাঙচুর। মারামারি করে বহুল লোক আহত হয়েছে। ফ্রান্সের অভ্যন্তরীন মন্ত্রীর তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত নাকি ৫৫৯ জন গ্রেফতার হয়েছে। প্রাথমিক অনুমান উৎসবের মাঝে কিছু লোক ইচ্ছাকৃতভাবেই এমন ঘটনা ঘটিয়েছে।

আলিয়াঞ্জ এরিনাতে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ(Champions League) চ্যাম্পিয়ন হয়েছে প্যারি সাঁজা(PSG)। দেশে যে উৎসব শুরু হবে তা ভালভাবেই জানত প্যারিস প্রশসান। সেভাবে নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু উৎসবের মাঝেই দেখা দেয় চূড়ান্ত বিশৃঙ্খলা। বাজি ফাটানোর পাশাপাশি পোড়ানো হয় বহু গাড়ি। নিজেদের মধ্যেই হাতাহাতিতে জড়ান সমর্থকরা। সেখানেই একটি পাবে মারা যান একজন। আবার আরেকজন মারা যান গাড়ী দূর্ঘটনাতে। এছাড়া বহু গাড়ীতে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত সমর্থকরা।

এবারের সেখানেই ভবায়বহ চোট পেয়ে কোমায় চলে গিয়েছেন এক পুলিশ আধিকারিক। সব যদিও অভ্যন্তীর মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে এই ঘটনা ইচ্ছাকৃতভাবে করা হয়নি। উৎসবের মাঝে কয়েকজনই নাকি ইচ্ছাকৃতভাবে এই ঝামেলার সৃষ্টি করেছিল। জায়গায় না হলেও, কোনও কোনও জায়গায় পুলিশকে লক্ষ্য করেও আক্রমণ চালানো হয়েছিুল। পরিস্থিতি সামাল দিতে গোটা শহর জুড়ে নামাতে হয়েছিল সাড়ে পাঁচ হাজারের মতো বিরাট পুলিশ বাহিনী। কাঁদানে গ্যাস, জল কামান দিয়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে পুলিশ। সেলিব্রেশন যেন এক লহমায় পরিণত হল উন্মত্ত তাণ্ডবে।

দেশে ফিরে প্যারিসেই স্টেডিয়ামে ভিকট্রি ল্যাপ করে পিএসজি। তার আগে পরিস্থিতি স্বাভাবিক করার দিকেই নজর প্রশাসনের। ইতিমধ্যে গোটা শহর জুড়ে নিরাপত্তা আরও আঁটোসাটো করা হয়েছে। শুরু হয়ে গিয়েছে তদন্তও।

spot_img

Related articles

কেন বারবার কনডেমড ব্র্যান্ড ভারতীয় ক্রিকেট দলের স্পনসর? জয় শাহদের কেন তদন্তের মুখে ফেলা হবে না?

সাহারা থেকে  থেকে ড্রিম ১১। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কোষাগার ভরিয়েছে স্পনসররাই। বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ডের তকমা পাওয়া...

কলকাতায় ধোনি, দেবীপক্ষের শুরুতেই তিলোত্তমায় একসঙ্গে তিন বিশ্বকাপজয়ী অধিনায়ক!

কলকাতার আকাশে বাতাসে পুজোর গন্ধ। উৎসবের মরশুমে কলকাতায়  মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। শুক্রবার বিকেলে কলকাতা বিমানবন্দরে নামেন...

এক মাসের মধ্যে কার্যকর করতে হবে নতুন সংবিধান, ফেডারেশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

নতুন করে এখন নির্বাচন হবে না এআইএফএফ –এ (AIFF)। বর্তমান কমিটি তাদের মেয়াদ শেষ কবে। বর্তমান কমিটি মেয়াদ...

হতাশাজনক পারফরম্যান্স, মাঠ ছাড়তেই পিতার মৃত্যু সংবাদ পেলেন শ্রীলঙ্কান ক্রিকেটার

বৃহস্পতিবার এশিয়া কাপের (Asia Cup) 'বি' গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে শ্রীলঙ্কা (Sri lanka)। কিন্তু ম্যাচ...