কলকাতায় ইস্কনের(ISKCON) রথে এবার অন্য চমক। জগন্নাথের রথ চলবে রাশিয়ার সুখোই(Sukhoi) যুদ্ধবিমানের চাকায়! ট্রায়াল রান হয়ে গিয়েছে। এখন শুধু রথের রশিতে টান দেওয়ার অপেক্ষার।
প্রায় ৫০ বছর ধরে ইসকনের(ISKCON) রথে ব্যবহৃত হত পুরনো বোয়িং ৭৪৭ বিমানের চাকা। গত বছর রথযাত্রায়(Rathyatra) চাকার স্টিয়ারিং সমস্যার জন্য বড় ধরণের ঝুঁকি দেখা দেয়। এদিকে বোয়িং ৭৪৭ বিমান বন্ধ হয়ে যাওয়ায় সেই টায়ার পাওয়া সমস্যা। শেষে জানা যায় সুখোইয়ের কথা। বোয়িং টায়ারের প্রায় সমান। ৪ ফুট, ওজন ১১০ কেজি করে। বোয়িংয়ের মাপের খুব কাছাকাছি। তারপরেই MRF-এর কাছে যায় ইস্কন কর্তৃপক্ষ। ভারতে রাশিয়ান যুদ্ধবিমান সুখোই SU-30MKI বিমানের মূল হুইল ও নোজ হুইল টায়ার MRF নামের এক নামী কোম্পানিই তৈরি করে।
সাধারণত যেখানে এই চাকা ২৮০ কিমি/ঘণ্টা বেগে যুদ্ধবিমান ওঠানামা করতে পারে। সেক্ষেত্রে এবার ইস্কনের রথের বেগ হতে পারে ১.৪ কিমি/ঘণ্টা। ইস্কনের(ISKCON) মুখপাত্র রাধারমণ দাস জানিয়েছেন, “প্রথমে ওরা বিশ্বাসই করতে পারেনি। সব বলার পর, ওদের সিনিয়র অফিসাররা কলকাতায় আসেন। রথ দেখে, মাপজোক নিয়ে যান।“ কয়েকদিন আগেই ডেলিভারি হয়েছে। ৪টি সুখোই টায়ার পাঠিয়েছে MRF। প্রতিটার ওজন ১১০ কেজি। চাকাগুলি রথে ব্যবহারের আগে কঠিন পরীক্ষা-নিরীক্ষার করা হয়েছে—গ্রাউন্ড স্পিড, লোড ক্যাপাসিটি ইত্যাদি ভালোভাবে যাচাই করা হয়েছে। এমনকী MRF-এর উচ্চপদস্থ কর্মকর্তারাও কলকাতায় এসে রথ খতিয়ে দেখেছেন।
–
–
–
–
–
–
–
–
–
–
–