Tuesday, August 26, 2025

কলকাতায় ইস্কনের(ISKCON) রথে এবার অন্য চমক। জগন্নাথের রথ চলবে রাশিয়ার সুখোই(Sukhoi) যুদ্ধবিমানের চাকায়! ট্রায়াল রান হয়ে গিয়েছে। এখন শুধু রথের রশিতে টান দেওয়ার অপেক্ষার।

প্রায় ৫০ বছর ধরে ইসকনের(ISKCON) রথে ব্যবহৃত হত পুরনো বোয়িং ৭৪৭ বিমানের চাকা। গত বছর রথযাত্রায়(Rathyatra) চাকার স্টিয়ারিং সমস্যার জন্য বড় ধরণের ঝুঁকি দেখা দেয়। এদিকে বোয়িং ৭৪৭ বিমান বন্ধ হয়ে যাওয়ায় সেই টায়ার পাওয়া সমস্যা। শেষে জানা যায় সুখোইয়ের কথা। বোয়িং টায়ারের প্রায় সমান। ৪ ফুট, ওজন ১১০ কেজি করে। বোয়িংয়ের মাপের খুব কাছাকাছি। তারপরেই MRF-এর কাছে যায় ইস্কন কর্তৃপক্ষ। ভারতে রাশিয়ান যুদ্ধবিমান সুখোই SU-30MKI বিমানের মূল হুইল ও নোজ হুইল টায়ার MRF নামের এক নামী কোম্পানিই তৈরি করে।

সাধারণত যেখানে এই চাকা ২৮০ কিমি/ঘণ্টা বেগে যুদ্ধবিমান ওঠানামা করতে পারে। সেক্ষেত্রে এবার ইস্কনের রথের বেগ হতে পারে ১.৪ কিমি/ঘণ্টা। ইস্কনের(ISKCON) মুখপাত্র রাধারমণ দাস জানিয়েছেন, “প্রথমে ওরা বিশ্বাসই করতে পারেনি। সব বলার পর, ওদের সিনিয়র অফিসাররা কলকাতায় আসেন। রথ দেখে, মাপজোক নিয়ে যান।“ কয়েকদিন আগেই ডেলিভারি হয়েছে। ৪টি সুখোই টায়ার পাঠিয়েছে MRF। প্রতিটার ওজন ১১০ কেজি। চাকাগুলি রথে ব্যবহারের আগে কঠিন পরীক্ষা-নিরীক্ষার করা হয়েছে—গ্রাউন্ড স্পিড, লোড ক্যাপাসিটি ইত্যাদি ভালোভাবে যাচাই করা হয়েছে। এমনকী MRF-এর উচ্চপদস্থ কর্মকর্তারাও কলকাতায় এসে রথ খতিয়ে দেখেছেন।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version