Friday, December 19, 2025

ড্যামেজ কন্ট্রোলে বিসিসিআই, ফের তোপ দাগলেন অরূপ

Date:

Share post:

যে কারণ দেখিয়ে কলকাতা(Kolkata) থেকে ম্যাচ সরানো হয়েছিল, সেই কারণেই আহমেদাবাদে(Ahmedabad) ম্যাচ শুরু হল দু ঘন্টারও পরে। আহমেদাবাদে প্রবল বৃষ্টি। ম্যাচ তো একসময় হবে কিনা তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছিল। যদিও শেষপর্যন্ত সেই ম্যাচ হয়েছে ঠিকই। কিন্তু বিসিসিআইয়ের(BCCI) দেওয়া অজুহাত নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে এই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক অভিসন্ধির তত্ত্বই বারবার উঠে আসছে। আবার বোর্ডের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস(Arup Biswas)। আর নিজেদের মুখ বাঁচাতে ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে বোর্ডও।

ফাইনাল ও প্লেঅফের ম্যাচ এখান থেকে সরানোর পরই সরব হয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস(Arup Biswas)। এই সিদ্ধান্তের পিছনে যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে, তা সাংবাদিক সম্মেলন করেই জানিয়ে দিয়েছিলেন তিনি। কলকাতায় বৃষ্টির পূর্বাভাসের কথা বলে ম্যাচ সরানো হয়েছিল। বোর্ডের(BCCI) যুক্তি ছিল আহমেদাবাদে নাকি সেই সময় বৃষ্টি হবে না। কিন্তু ঘটলো সম্পূর্ণ আলাদা ঘটনা। আহমেদাবাদেই বৃষ্টিতে ম্যাচ বন্ধ দু ঘন্টারও বেশি সময়। এরপরই ফের একবার তাদের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস(Arup Biswas)।

তিনি জানিয়েছেন, “আমি এর আগে আগেই সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলাম, সেখানে বলেছিলাম ইডেন থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আর এদিন তো এই ব্যপার আরও নিশ্চিত হওয়া গেল। ভারতীয় বোর্ড এবং আইপিএলের গভর্নিং বডি যেভাবে আবহাওয়াবিদ হয়ে স্যাটেলাইটের মাধ্যমে বলেছিল, এই সময়ে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা। তাই কলকাতা থেকে ম্যাচ সরিয়ে নেওয়া হল গুজরাটে। সেই স্যাটেলাইট কি আদৌ আবহাওয়ার খবর দেয়? নাকি কেবল রাজনৈতিক বিষয়ই প্রভাবিত হয়? আসলে ওরা রাজনৈতিক ভাবে প্রভাবিত হয়ে রিপোর্ট দিয়েছিল। এদিন তা পরিষ্কার”।

অন্যদিকে নিজেরাই যে নিজেদের জালে পড়ে গিয়েছে তা বেশ ভালভাবে বুঝতে পেরেছেন এই ম্যাচ সরানোর সিদ্ধান্তের পিছনের মাস্টার মাইন্ডরা। তাই এবার ড্যামেজ কন্ট্রোলে আসরে নেমেছেন বোর্ড কর্তারাও কার্যত এর পিছনে যে রাজনীতি নেই, সেই কথা প্রমাণ করতেই উঠে পড়ে লেগেছে তারা।

বোর্ড সহ সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, “এর পিছনে রাজনীতি খোঁজা উচিৎ নেই। ম্যাচ সরানোর পিছনে কোনওরকম রাজনৈতিক কারণ নেই। সম্প্রচারকীরদের তরফ থেকে বলা হয়েছিল এই সময় কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে বিরাট ক্ষতি হবে। উদ্বোধনী অনুষ্ঠান কলকাতায় হয়েছে। আগেও তো ম্যাচের ভেন্যু বদলেছে। এটা নতুন কিছু নয়। তাই এমন জায়গায় সরানো হয়েছিল যেখানে বৃষ্টির সম্ভাবনা কম”।

কার্যত এখন নিজেদের দোষ ঢাকার কাজেই নেমে পড়েছেন বোর্ড কর্তারা। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

spot_img

Related articles

বেটিং-চক্রে বেআইনি লেনদেনের অভিযোগ! মিমি-অঙ্কুশ-সহ একাধিক তারকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডি-র

অবৈধ বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মিমি চক্রবর্তী (Mimi Chakraboty) ও অঙ্কুশ হাজরার (Ankush Hazra) সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্স...

মহাপ্রভুর অন্তর্ধান রহস্যের উত্তর মিলবে কি! প্রকাশ্যে ‘লহ গৌরাঙ্গের নাম রে’-র ট্রেলার

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা শুরু বছর ছয়েক আগেই, মাঝে বহু বিতর্ক - সমালোচনা, অবশেষে মুক্তি পেল বহু প্রতীক্ষিত সৃজিত মুখোপাধ্যায়ের...

নির্বাচনের আগে ‘পূর্বপরিকল্পিত’ হিংসা ইউনূস সরকারের: দাবি আওয়ামি লীগ প্রাক্তন মন্ত্রীর

দুমাস পরে দেশে নির্বাচন। তার আগে ভয়ঙ্কর হিংসার আগুনে পুড়ছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে গোটা ঘটনাকে ক্ষমতায় টিকে থাকতে...

বর্ষসেরা মহিলা সাংসদের পুরস্কার দোলা সেনকে, দেশ-রাজ্যবাসীকে ধন্যবাদ আপ্লুত তৃণমূল সাংসদের

সেরা মহিলা সাংসদের সম্মান পেলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen)। প্রতিটি বিভাগে সংসদের উভয় কক্ষ...