Saturday, November 15, 2025

Synergy-2025: ডিজিটাল সাংবাদিকতা মানেই ফেক? বিতর্ক সভা মহারাজা মণীন্দ্র চন্দ্র কলেজে

Date:

Share post:

ডিজিটাল যুগে সাংবাদিকতার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেই জমে উঠল মহারাজা মণীন্দ্র চন্দ্র কলেজে আয়োজিত সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের বিভাগীয় বিতর্ক সভা। সদ্য আয়োজিত “Synergy-2025” অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে ওঠে এই বিতর্ক, যার কেন্দ্রবিন্দুতে ছিল চর্চিত মত— “ডিজিটাল সাংবাদিকতা মানেই ফেক!”

বিতর্ক সভার দুই পক্ষেই ছিলেন কলেজের বিভিন্ন বর্ষের সাংবাদিকতা বিভাগের ছাত্রছাত্রীরা। মতের পক্ষে বক্তব্য রাখেন ষষ্ঠ সেমিস্টারের বিদায়ী ছাত্র অর্কপ্রভ চক্রবর্তী, আকাশ দাশ ও সায়ন বসাক। বিপক্ষে যুক্তি সাজান দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের ছাত্রী রাজন্যা চক্রবর্তী, শিলা রাজবংশী ও বৃষ্টি সেনগুপ্ত। সঞ্চালনার দায়িত্বে ছিলেন শ্রী বুবাই চক্রবর্তী।

জমজমাট এই বিতর্ক সভায় উঠে আসে একাধিক তাৎপর্যপূর্ণ দিক— আন্তর্জাতিক ও ঘরোয়া প্রেক্ষাপটে ডিজিটাল সাংবাদিকতার দ্রুত বিস্তার, এর অর্থনৈতিক বিনিয়োগ সম্ভাবনা, ফেক নিউজ রুখতে সেন্সরশিপ ও আইনের প্রয়োজনীয়তা, এমনকি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ‘অপারেশন সিন্দুর’-এর মতো ইস্যুতে ডিজিটাল মিডিয়ার সক্রিয় ভূমিকার দিকটিও আলোচিত হয়।

অনুষ্ঠান শেষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডঃ সুতপা দে বলেন, “ছাত্রছাত্রীদের বিশ্লেষণধর্মী বক্তব্য সত্যিই প্রশংসনীয়। এমন বিতর্ক সভা ছাত্রদের সামগ্রিক বিকাশে অত্যন্ত জরুরি। ভবিষ্যতেও এই ধরনের আলোচনার আয়োজন আরও বেশি করে হোক।”

বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ বিশ্বজিৎ দাস জানিয়েছেন, “এই বছর থেকে কলেজে সাংবাদিকতা বিভাগে গঠিত হয়েছে ‘ডিবেট ক্লাব’। প্রতি তিন মাসে অন্তত একটি বিতর্ক সভা আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের পাশাপাশি অন্যান্য বিভাগের অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দ। শিক্ষার্থীদের তথ্যনির্ভর বিশ্লেষণ ও যুক্তিনির্ভর বক্তব্য মন জয় করে সকলের।

সত্য-মিথ্যার দোলাচলে দাঁড়িয়ে ডিজিটাল সাংবাদিকতা আজ কোথায়—এই প্রশ্নের উত্তর খুঁজতেই একঝাঁক তরুণ সাংবাদিকতায় শিক্ষার্থীর এমন সরব অংশগ্রহণ নিঃসন্দেহে সময়ের দাবি।

আরও পড়ুন – কূটনৈতিক বৈঠক থেকে নেতাজি-স্বামীজিকে শ্রদ্ধা: কুয়ালালামপুরের দিনলিপি লিখলেন অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

শীতের অনুভূতিতে বাধা, কার্তিকের শেষ লগ্নে চড়বে পারদ জানালো হাওয়া অফিস

ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজ্যজুড়ে চলতে থাকার শীতের আমেজে এবার সাময়িক বিরাম। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...