অপারেশন সিন্দুরের (Operation Sindoor) সাফল্য এবং সন্ত্রাস দমনে ভারতের ‘জিরো টলারেন্স’ নীতির কথা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে কেন্দ্রের সংসদীয় দল। এই টিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)জাপান থেকে মালয়েশিয়া সর্বত্রই পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। কুয়ালালামপুরে সভা থেকে সন্ত্রাসবাদ দমনে দেশের অবস্থান স্পষ্ট করার পর এবার মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির পার্টি কেদিলান রাকইয়াত (PKR)-এর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ অভিষেকসহ সংসদীয় দলের ।
বিশ্বের কাছে পাকিস্তানের মুখোশ খুলে দিতে সর্বদলীয় প্রতিনিধি দলের তরফে অভিষেক সব দেশে গিয়েই জঙ্গিবাদ দমনে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন বারবার। জানা যায়, PKR-এর সদস্যদের সঙ্গে বৈঠকেও ভারতের সন্ত্রাসবিরোধী উদ্যোগ এবং সমগ্র বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার যৌথ অঙ্গীকার নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। দেশের প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীরা যতই বাংলায় এসে মমতা- অভিষেক বিরোধিতায় নির্লজ্জ অসৌজন্যের রাজনীতি করুন না কেন, জাতির সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে রাজনৈতিক স্বার্থকে দূরে সরিয়ে রেখে দেশের সুরক্ষাকেই অগ্রাধিকার দিয়ে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ার পর মালয়েশিয়াতেও ভারতের জয়গান অভিষেকের গলায়।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–