Sunday, November 9, 2025

মেয়াদ শেষের পথে রজার বিনি, দায়িত্ব উঠতে পারে রাজীব শুক্লার কাঁধে

Date:

বিসিসিআইয়ের(BCCI) নতুন সভাপতি কে হবেন। ভারতীয় ক্রিকেট মহলে শুরু হয়ে গিয়েছে নতুন আলোচনা। আগামী জুলাই মাসেই বিসিসিআইয়ের সংবিধান অনুযায়ী বয়সসীমা অতিক্রম করতে চলেছেন রজার বিনি(Roger Binny)। তাঁর জায়গাতেই এবার নতুন সভাপতি বেছে নেওয়ার পথে হাঁটতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে বিনির মেয়াদ শেষ হওয়ার পর তিন মাসের জন্য অন্তর্বর্তীকালীন বিসিসিআই(BCCI) সভাপতি হবেন রাজীব শুক্লা(Rajiv Shukla)।

বিসিসিআইয়ের(BCCI) নতুন নিয়ম অনুযায়ী ৭০ বয়স অতিক্রম করলেই সেই ব্যক্তি আর বোর্ডের কোনও পদে থাকতে পারবেন না। আগামনী ১৯ জলাই ৭০ বছর পূর্ণ করবেন রজার বিনি(Roger Binny)। কার্যত নতুন সংবিধান অনুযায়ী তাঁকেও এবার সরে যেতে হবে। সেই জায়গাতেই নতুন বোর্ড সভাপতি আসা পর্যন্ত দায়িত্ব সামলাতে দেখা যাবে এবার রাজীব শুক্লাকে।

এখন বোর্ডের সহ সভাপতির পদে রয়েছেন রাজীব শুক্লা। আপাতত তাঁর কাঁধেই উঠতে চলেছে সেই দায়িত্ব। যদিও শেষপর্যন্ত বোর্ডের নতুন সভাপতি কে হয় তা তো সময়ই বলবে। সৌরভ গঙ্গোপাধ্যায় সভাপতির পদ থেকে সরে যাওয়ার পরই বিসিসিআইয়ের সর্বময় কর্তার পদে বসেছিলেন ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রজার বিনি।

এখনও পর্যন্ত তিনিই সামলাচ্ছেন দায়িত্ব। কিন্তু এখন তাঁর বয়স ৬৯। আগামী জুলাই মাসেই ৭০ বছর পূর্ণ করবেন তিনি। আর বোর্ডের নতুন সংবিধান অনুযায়ী ৭০ বছরের বেশি বয়সের কেউ আর কোনও দায়িত্বের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। কার্যত বিসিসিআইয়ে যে নতুন সভাপতি নির্বাচনের দামামা বেজে গেল তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...
Exit mobile version