প্রেমের সম্পর্ক ভাঙার শাস্তি দিতে প্রেমিকাকে কুপিয়ে শ্বাসরোধ করে হত্যা যুবকের। শেষে দেহ লোপাট করতে মৃত শরীরকে পোড়ানোর চেষ্টাও করেন যুবক! এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিল্লির মেহেরাউলি নামক এক জায়গায়। মৃত তরুনি ও অভিযুক্ত যুবক উভয়েই দিল্লি বিশ্ববিদ্যালয়ের(Delhi University) পড়ুয়া। অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যার কথা স্বীকার করেছে যুবক।
পুলিশ সূত্রে জানা গেছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওপেন লার্নিংয়ের পড়ুয়া তরুণী মেহক জৈন(Mahek Jain) ও অর্শকৃত সিং(Arshkrit Singh)। তাঁরা একে অন্যের পূর্বপরিচিত। এদিন মেহেক পড়ার কথা বলে বাড়ি থেকে বেরোয়। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলে চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে জবাবে একবারমাত্র সে জানায়, সে দ্রুত বাড়ি ফিরবে। কিন্তু তারপর আর যোগাযোগ না করতে পেরে পুলিশে খবর দেন তরুণীর মা। তারপর সিসিটিভি ফুটেজ অনুযায়ী তদন্ত শুরু করে। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার করে।
তদন্তে জানা গেছে, বাড়ি থেকে নিষেধ করার পর অর্শকৃতের সঙ্গে মেলামেশা বন্ধ করে দিয়েছিলেন মেহক। এরপর নানাভাবে তরুণীকে বিরক্ত করতেন তিনি। ঘটনার দিন মেহককে ফোন করে পার্কে ডাকেন অর্শকৃত। পুরনো প্রেমিককে ভরসা করে পার্কের নির্জন জায়গাতে যেতে সম্মত হন তরুণী। তারপর যুবক এক ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপায় মেহককে। মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করে খুন করেন। শেষে দেহ লোপাট করতে পোড়ানোর চেষ্টা করেন। যুবককে গ্রেফতার করে পুলিশ। জেরার মুখে খুনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–