আগের বারের পর এবারও সিএফএল(CFL) প্রিমিয়ার লিগে ইস্টবেঙ্গলের(Eastbengal) বি টিমই খেলবে। আগামী বুধবার থেকেই হাওড়ায় সেই প্রস্তুতিতে নেমে পড়বে ইস্টবেঙ্গল(Eastbengal)। গতবারের চ্যাম্পিয়ন হিসাবা তাদের ঘোষণা করা হলেও, আপাতত আইএফএ-র সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ রয়েছে আদালতের। এবার নতুনভাবে শুরু করতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। আগামী ২৫ জুন তেকে শুরু হচ্ছে এবারের সিএফএল প্রিমিয়ার।
যদিও কবে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল নামবে তা এখনও পর্যন্ত জানা জায়নি। তবে বুধবার থেকে সেই প্রস্তুতিতে নেমে পড়বে লাল-হলুদ ব্রিগেড। হাওড়া ময়দানের শৈলেন মান্না স্টেডিয়ামেই হবে প্রস্তুতি। এবারও ইস্টবেঙ্গলের কোচের দায়িত্বে রয়েছেন বিনো জর্জ।
গতবার তাঁর হাত ধরেই পিভি বিষ্ণু, সায়নদের মতো খেলোয়াড়রা উঠে এসেছিলেন। সাফল্যও দিয়েছিলেন বিনো জর্জ। এবারও সেই বিনো জর্জের ওপরই ভরসা রেখেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–