Saturday, August 23, 2025

ইনস্টাগ্রামের বিবাদ গড়াল রাস্তায়! নয়ডায় যুবককে গাড়ি চাপা দিয়ে পালাল অভিযুক্ত

Date:

ইনস্টাগ্রামে কমেন্ট নিয়ে শুরু হয়েছিল তর্ক, কিন্তু তা যে এমন ভয়াবহ রূপ নেবে, তা কেউ কল্পনাও করেননি। নয়ডার সেক্টর ৫৩-তে এক যুবককে মহিন্দ্রা থার গাড়ি দিয়ে ধাক্কা মেরে ড্রেনে ছিটকে ফেলে দিল যুবক। এই রোমহর্ষক ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে এবং তা ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

নয়ডা পুলিশ সূত্রে খবর, সেক্টর ২৪ থানার অন্তর্গত এলাকায় দুই পরিচিত যুবকের মধ্যে ইনস্টাগ্রামের একটি মন্তব্যকে কেন্দ্র করে প্রথমে অনলাইন বিবাদ শুরু হয়। পরে সেটিই রাস্তায় গিয়ে রূপ নেয় ভয়াবহ হিংসায়। এডিসিপি সুমিত কুমার শুক্লা বলেন, “দু’জনেই পরস্পরের পরিচিত। ইনস্টাগ্রামে মন্তব্য নিয়ে শুরু হওয়া তর্ক পরে সরাসরি রাস্তায় সংঘর্ষে পরিণত হয়।”

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, রাস্তায় কথা কাটাকাটির সময় হঠাৎ করে থারের চালক রাগের মাথায় গাড়ি দ্রুত চালিয়ে ওই যুবককে ধাক্কা মারে। ধাক্কাটি এতটাই জোরালো ছিল যে যুবকটি ছিটকে গিয়ে পাশের ড্রেনে পড়ে যায় এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে থাকে। অভিযুক্ত চালক তখনই সেখান থেকে পালিয়ে যায়।

আক্রান্ত যুবকের পরিবারের পক্ষ থেকে সেক্টর ২৪ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই হেভি ড্রাইভিং, জখম করার এবং হুমকি দেওয়ার ধারায় মামলা রুজু করেছে। এডিসিপি শুক্লা জানিয়েছেন, “অভিযুক্তকে চিহ্নিত করতে এবং গ্রেফতার করতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। সিসিটিভি ফুটেজকে প্রমাণ হিসেবে ব্যবহার করা হচ্ছে।”

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, “কীভাবে একটা অনলাইন ঝগড়া এতটা ভয়ানক রূপ নিতে পারে?” নাগরিক সমাজের দাবি, এই ধরনের বর্বর ঘটনার ক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়া হোক এবং রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হোক।

আরও পড়ুন – পাকিস্তানে তরুণী টিকটক স্টারকে গুলি করে খুন আত্মীয়ের! কারণ জানলে চমকে যাবেন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অসুস্থ রুক্মিণী, পাশে নেই দেব !

ভালো নেই টলিউডের 'বিনোদিনী'(Binodini)। গ্ল্যামার হারিয়ে চোখে মুখে শুধুই অসুস্থতার ছাপ। দশ বছর আগের ছবি মুক্তি ঘিরে প্রাক্তনের...

স্কুলে ঢুকে হুমকি! ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও শ্রমিক নেতার অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম মালদহ

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে ঢুকে হুমকির অভিযোগে কাঠগড়ায় তৃণমূলের (TMC) শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি। অভিযোগ,...

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...
Exit mobile version