Thursday, August 28, 2025

বাকস্বাধীনতায় ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যায় না: শর্মিষ্ঠার জামিনের আর্জি খারিজ করে জানাল হাই কোর্ট

Date:

‘অপারেশন সিন্দুর’ নিয়ে করা এক বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেফতার হন স্যোশাল ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলি (Sharmistha Panoli)। এই গ্রেফতারির বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন শর্মিষ্ঠা। মঙ্গলবার, শুনানিতে আদালত জামিনের আর্জি খারিজ করে আদালত জানিয়েছে, “বাকস্বাধীনতা থাকলেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যায় না।” তবে মামলার পরবর্তী শুনানি পর্যন্ত তাঁর বিরুদ্ধে নতুন কোনও এফআইআর দায়ের করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

পুলিশ সূত্রের খবর, শর্মিষ্ঠা পানোলি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘অপারেশন সিন্দুর’ নিয়ে একটি পোস্ট করেন। যেখানে তিনি বলিউড তারকাদের এই বিষয়ে চুপ থাকার জন্য আক্রমণ করেন এবং এক ধর্মীয় সম্প্রদায়কে উদ্দেশ করে ‘আপত্তিকর’ মন্তব্য করেন। কলকাতা পুলিশের গার্ডেনরিচ থানায় তাঁর বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের হয়। গত শুক্রবার রাতে গুরুগ্রাম থেকে শর্মিষ্ঠাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের একটি বিশেষ দল। এরপর তাঁকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক ১২ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।

যদিও শর্মিষ্ঠার দাবি, তিনি কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চাননি। এই গ্রেফতারির বিরুদ্ধে দ্রুত কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন শর্মিষ্ঠা। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের এজলাসে হয় মামলার শুনানি। আদালত আপাতত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেনি। বিচারপতি জানিয়েছেন—”বাকস্বাধীনতা থাকলেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অধিকার পাওয়া যায় না।” তবে মামলার পরবর্তী শুনানি পর্যন্ত তাঁর বিরুদ্ধে নতুন কোনও এফআইআর দায়ের করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। তিনি আরও জানান, ৫ জুন মামলার পরবর্তী শুনানিতে কেস ডায়রি আদালতে জমা দিতে হবে। বিতর্কের পর শর্মিষ্ঠা পোস্টটি ডিলিটও করে দেন। তবে তার আগেই সেটি ভাইরাল হয়ে যায় এবং পুলিশের নজরে আসে।
আরও খবরকেন্দ্রের ছাড়পত্র মেলেনি, আদানি গোষ্ঠীর সঙ্গে তাজপুরে বন্দর তৈরির চুক্তি বাতিল

Related articles

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...
Exit mobile version