Sunday, November 9, 2025

বাকস্বাধীনতায় ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যায় না: শর্মিষ্ঠার জামিনের আর্জি খারিজ করে জানাল হাই কোর্ট

Date:

‘অপারেশন সিন্দুর’ নিয়ে করা এক বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেফতার হন স্যোশাল ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলি (Sharmistha Panoli)। এই গ্রেফতারির বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন শর্মিষ্ঠা। মঙ্গলবার, শুনানিতে আদালত জামিনের আর্জি খারিজ করে আদালত জানিয়েছে, “বাকস্বাধীনতা থাকলেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যায় না।” তবে মামলার পরবর্তী শুনানি পর্যন্ত তাঁর বিরুদ্ধে নতুন কোনও এফআইআর দায়ের করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

পুলিশ সূত্রের খবর, শর্মিষ্ঠা পানোলি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘অপারেশন সিন্দুর’ নিয়ে একটি পোস্ট করেন। যেখানে তিনি বলিউড তারকাদের এই বিষয়ে চুপ থাকার জন্য আক্রমণ করেন এবং এক ধর্মীয় সম্প্রদায়কে উদ্দেশ করে ‘আপত্তিকর’ মন্তব্য করেন। কলকাতা পুলিশের গার্ডেনরিচ থানায় তাঁর বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের হয়। গত শুক্রবার রাতে গুরুগ্রাম থেকে শর্মিষ্ঠাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের একটি বিশেষ দল। এরপর তাঁকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক ১২ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।

যদিও শর্মিষ্ঠার দাবি, তিনি কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চাননি। এই গ্রেফতারির বিরুদ্ধে দ্রুত কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন শর্মিষ্ঠা। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের এজলাসে হয় মামলার শুনানি। আদালত আপাতত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেনি। বিচারপতি জানিয়েছেন—”বাকস্বাধীনতা থাকলেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অধিকার পাওয়া যায় না।” তবে মামলার পরবর্তী শুনানি পর্যন্ত তাঁর বিরুদ্ধে নতুন কোনও এফআইআর দায়ের করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। তিনি আরও জানান, ৫ জুন মামলার পরবর্তী শুনানিতে কেস ডায়রি আদালতে জমা দিতে হবে। বিতর্কের পর শর্মিষ্ঠা পোস্টটি ডিলিটও করে দেন। তবে তার আগেই সেটি ভাইরাল হয়ে যায় এবং পুলিশের নজরে আসে।
আরও খবরকেন্দ্রের ছাড়পত্র মেলেনি, আদানি গোষ্ঠীর সঙ্গে তাজপুরে বন্দর তৈরির চুক্তি বাতিল

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...
Exit mobile version