Wednesday, August 27, 2025

প্রযুক্তির হাত ধরেই বদলাচ্ছে নির্বাচন কমিশন! এবার ভোটগ্রহণের পরেই জানা যাবে ভোটের হার

Date:

ভোট শেষ হতেই আর দীর্ঘ অপেক্ষা নয়, এবার মুহূর্তে জানা যাবে ভোটের হার। সাধারণ মানুষকে দ্রুত এবং সঠিক তথ্য পৌঁছে দিতে নতুন প্রযুক্তির সাহায্য নিচ্ছে নির্বাচন কমিশন। এবার ভোটগ্রহণের দিনেই ভোটের হার জানার জন্য ব্যবহার করা হবে VTR (Voter Turnout Report) অ্যাপ।

এই অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা প্রতি দুই ঘণ্টা অন্তর ভোটের হার আপলোড করতে পারবেন ECINET অ্যাপে। আর তা সবার জন্য সহজেই দেখা যাবে বিধানসভা কেন্দ্রভিত্তিক। ভোট শেষ হলে, বুথ ত্যাগের আগেই প্রিসাইডিং অফিসার নির্দিষ্ট অ্যাপে শেষ বারের ভোটের হার আপলোড করে দেবেন। ফলে সাধারণ মানুষ খুব অল্প সময়ের মধ্যেই জানতে পারবেন সংশ্লিষ্ট এলাকার মোট ভোটদানের হার।

এর আগে ভোটের হার জানাতে ছিল অনেক ধাপ — হাতে লেখা রিপোর্ট, ফোন বা এসএমএসের মাধ্যমে তথ্য পাঠানো ইত্যাদি। এতে সময় লেগে যেত অনেক, এবং ভোটের হার জানার জন্য পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো। এবার প্রযুক্তির ছোঁয়ায় সেই প্রক্রিয়া অনেক সহজ, স্বচ্ছ এবং দ্রুত হয়ে উঠছে।

নির্বাচন কমিশনের এক আধিকারিক বলেন, “দিন বদলের সঙ্গে তাল মিলিয়ে আমরাও বদলাচ্ছি। নতুন প্রযুক্তির ব্যবহার আমাদের কাজে গতি ও স্বচ্ছতা এনেছে। গণতন্ত্রের এই উৎসবকে আরও সহজলভ্য করতে এই প্রয়াস।”

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে নির্বাচন যে কেবল ভোট নেওয়া নয়, বরং স্বচ্ছতা এবং জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করাও এক গুরুত্বপূর্ণ দিক — সেটাই আরও একবার প্রমাণ করল নির্বাচন কমিশন। নতুন যুগে প্রযুক্তির হাত ধরেই যেন আরও সাবালক হয়ে উঠছে ভারতের নির্বাচন ব্যবস্থা।

আরও পড়ুন – গায়ে আরসিবির জার্সি মাথায় পাগড়ি, গেইলের পোশাক দেখে হৈচৈ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version