Wednesday, November 5, 2025

প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তর-পূর্ব, অসম অরুণাচলে বাড়ছে মৃতের সংখ্যা!

Date:

ভূমিধস ও বন্যায় বিপর্যস্ত অসম (Assam), মনিপুর, অরুণাচল প্রদেশ-সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য। দুর্যোগ বাড়ছে উত্তর সিকিমে (North Sikkim)। মঙ্গলবার সকাল পর্যন্ত অসমের ২২টি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার খবর মিলেছে। ক্ষতিগ্রস্ত ৫ লক্ষেরও বেশি মানুষ।ইতিমধ্যে পরিস্থিতি নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মুহূর্তে সে রাজ্যের ১৫টি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। বেশ কয়েকটি জায়গায় অবিরাম ভারী বৃষ্টির কারণে যান চলাচল ব্যাহত হয়েছে। অন্যদিকে বৃষ্টিতে দুর্ভোগ বাড়ছে সিকিমে। লাচুং এবং চুংথাং শহরে আটকে পড়া ১,৬৭৮ জন পর্যটককে ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

মৌসম ভবন (IMD) জানিয়েছে, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে এখনই বৃষ্টি কমবে না।ভারী বর্ষণে মনিপুরের বেশ কয়েকটি নদীর জলস্তর বিপজ্জনক ভাবে বেড়ে গিয়েছে। কয়েক হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন। ১০৩টি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘর ছাড়া হয়েছেন ১৯ হাজার ৮১১ জন। অসম রাইফেলস, এসডিআরএফ, এনডিআরএফ এবং ভারতীয় সেনা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ইম্ফল নদীবাঁধেও চারটি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। অরুণাচলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১০। রাজ্যের বেশিরভাগ নদী ও তাদের উপনদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে।গত ২৪ মে থেকে মিজোরামে ভারী বৃষ্টি শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কমপক্ষে পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। সোমবার বিকেল থেকে ত্রিপুরায় বৃষ্টি কমায় পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে।

 

Related articles

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...
Exit mobile version